বাংলা হান্ট ডেস্ক : কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কয়েক হাজার শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। সেই মতো বেশ কয়েকটি সরকারি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে তবে এবার শিক্ষিত বেকারদের জন্য এক নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। তাই তো অ্যাপের মাধ্যমে বেকারদের উপযুক্ত চাকরি খুঁজে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যে অ্যাপের মধ্য দিয়ে শুধুমাত্র রাজ্যের সরকারি চাকরি নয় বিদেশের ক্ষেত্রেও চাকরির সুযোগ দেওয়া হবে।
তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালকে আরও উন্নত করার দিকে নজর দিয়েছে মমতা ব্যানার্জি সরকার। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম মসনদে বসেছিলেন ঠিক তখনই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালকে নতুন করে ঢেলে সাজিয়ে ছিলেন তবে এবার আবারও বেশ কয়েকটি জিনিস এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের সঙ্গে সংযোজন করা হবে যার মাধ্যমে চাকরি প্রার্থী ও চাকরির জায়গার মেলবন্ধন ঘটানো সম্ভব।
যদিও চাকরির পাশাপাশি যুবশ্রী প্রকল্প এবং স্কিল ডেভেলপমেন্ট কর্মীদের এই পোর্টালে অন্তর্ভুক্ত করে বেকারদের সুবিধা করে দেওয়া হবে। এ ক্ষেত্রে যে কোনও উপযুক্ত চাকরি প্রার্থী তাঁদের নিজেদের পছন্দ মতো চাকরি তো বেছে নিতে পারবেন তাঁর সঙ্গে যে কোনও সংস্থা উপযুক্ত কর্মী বেছে নিতে পারবেন এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালের মাধ্যমে।
এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালে রাজ্যের পঞ্চাশ লক্ষ কর্মপ্রার্থীদের সঙ্গে কুড়ি লক্ষ কর্মসংস্থান এর নাম নথিভুক্ত করা হবে। শুধু নাম নথিভুক্ত করাই নয় পঞ্চাশ লক্ষ কর্মপ্রার্থীর নাম ঠিকানা এবং বায়ো ডেটাও আপলোড করা থাকবে। দেখেছে কোনও সংস্থা তাঁর উপযুক্ত কর্মচারী বাছাই করার জন্য এই পোর্টালের সঙ্গে যোগাযোগ করে নিতে সক্ষম হবে এবং যাদের পছন্দ হবে তাদের সাথেও যোগাযোগ করতে সক্ষম হবে।