বাংলা হান্ট ডেস্কঃ মালবাজারের (Malbazar) হিরোদের সম্বর্ধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সম্প্রতি, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মালবাজারের মাল নদীতে হড়পা বান ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। এই কাণ্ডে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে বহু মানুষের জীবন বাঁচাতে উদ্যত হন ৭ যুবক যুবতী আর অবশেষে তাদেরকে বিশেষ সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী। সকলকে আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি সরকারি চাকরির নিয়োগ পত্র প্রদান করা হয়েছে।
সম্প্রতি, জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে হড়পা বান আসায় জলের তীব্র গতিতে তলিয়ে যায় অনেকেই। প্রাণ যায় মোট আটজনের, আহত হন বহু। এক্ষেত্রে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধারকার্য চালায় অসংখ্য যুবক যুবতী আর সেই কারণেই জলে তলিয়ে যাওয়া মানুষজনকে বাঁচানো সম্ভব হয়। অবশেষে এই সাহসিকতার পুরস্কারই পেলেন তারা।
উল্লেখ্য, প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার পাশাপাশি হড়পা বান কাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে উত্তরবঙ্গ সফরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে এদিন আদর্শ বিদ্যাভবনে প্রশাসনিক বৈঠক চলাকালীন মালবাজার কাণ্ডে উদ্ধারকার্যে সামিল সাত যুবক যুবতীকে মঞ্চেই ডেকে নেন মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে সরকারি চাকরির নিয়োগ পত্র দেওয়ার পাশাপাশি এক লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় তাদের হাতে। এই বিশেষ সম্মান পাওয়ায় আপ্লুত সকলেই।
সূত্রের খবর, সকলকে সরকারি চাকরি প্রদান করা হলেও দুজন সেই নিয়োগ পত্র গ্রহণ করতে চান নি। বাকিদের সিভিক ভলান্টিয়ার পদে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মালবাজারের বিপর্যয় কাণ্ডে সাতজন যুবক যুবতী হলেন যথাক্রমে সৌমেন চৌধুরী, মোঃ মানিক, মনোজ মুন্ডা, বিশ্বজিৎ বিশ্বাস, দীপক বোদকা, অমিয়া মাহাতো এবং দারা সিং। এদিন প্রশংসায় ভরিয়ে দেওয়ার পাশাপাশি দীর্ঘক্ষন সকলের সঙ্গে বার্তালাপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, মালবাজার কাণ্ডে একাধিক মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হন অনেকেই। এই ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে সরকারের সমালোচনায় নামে বিরোধী দলগুলি আর এর মাঝে এই বিপর্যয় কাণ্ডে হিরোদের সম্মান দেওয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী যে বিশেষ মাস্টারস্ট্রোক খেললেন, তা বলাবাহুল্য।