‘একটাই জিনিস খারাপ লাগে..,’ CPM-কে কেন অপছন্দ? এবার ‘ফাঁস’ করলেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ শেষ হয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন (Loksabha Election)। এবার ফলাফলের পালা। ইন্ডিয়া নাকি এনডিএ কে আসবে ক্ষমতায়? এই নিয়ে বিস্তর চৰ্চা। গতকাল রাত থেকেই এক্সিট পোল (Exit Poll) বা ভোট পরবর্তী সমীক্ষা রিপোর্ট পেশ করা শুরু করে দিয়েছে সমস্ত সংবাদমাধ্যম। কোথায় কে জিতছে, কোন রাজ্যে কে এগিয়ে, কে পিছিয়ে সব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই বিজেপিকে সিংহাসন থেকে হারাতে তৈরি হয় বিরোধী ইন্ডিয়া জোট। যেই নাম আবার ঠিক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোটের শরিক তৃণমূল কংগ্রেস। অধিকাংশ এক্সিট পোল বলছে দেশে আবার আসছে মোদী। এবারেও উঠবে গেরুয়া ঝড়। কিন্তু যদি তা না হয়, যদি ইন্ডিয়া ক্ষমতায় আসে তাহলে কী মমতা জোটের অংশ হবেন মমতা? এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সমস্তটা খোলসা করলেন মমতা (Mamata Banerjee)।

ভোটের আগেই মমতা জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর ধরেই নেওয়া হয় তিনি ইন্ডিয়া জোটে থাকছেন না। যদিও পরে মমতা বলেন, “আমিই জোটের নামকরণ করেছি। সবরকমভাবে আমি জোটের সঙ্গে রয়েছি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্য়া করা হয়েছে।”

এবার ভোট শেষে মমতা বললেন, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তবে তৃণমূল কংগ্রেসের সেই সরকারের অংশ হতে কোনোরকম আপত্তি নেই। যদি না সিপিএম নাক গলায় তবে ইন্ডিয়াতে কোনো সমস্যা হবে না। মমতার কথায়, “সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে কোনও অন্তরায় তৈরি হবে না যদি না সিপিএম নাক গলায়।’

Local people were reportedly not present in CM Mamata Banerjee’s Medinipur road show

আরও পড়ুন: ‘কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল’! CCTV ঘুরিয়ে ভোট লুট অভিষেক গড়ে? ভিডিও ফাঁস করলেন শুভেন্দু

নিজের খারাপ লাগার কথা তুলে মমতা বলেন, ‘আমার একটাই জিনিস খারাপ লাগে, ইন্ডিয়া জোটে সব কিছু ঠিকঠাক চলছে, ওদের আমি সমর্থনও করি। কিন্তু সিপিআইএম এদের সম্পূর্ণ মনিটরিং করছে। সিপিএম কেন মুখপাত্র হবে, এই নিয়ে আমার প্রশ্ন রয়েছে।’

মমতা আরও বলেন, ‘প্রত্যেকটা আঞ্চলিক দলের নিজস্ব একটা সম্মান রয়েছে। জোট মানে সবাইকে নিয়ে চলা। একসাথে চলা। কাউকে বাদ দিয়ে জোট হয়না। কাউকে গায়ের জোরে বাদ দেওয়া-সেটা হয় না।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর