আগেই হয়েছে ৮৫০০০, এবার পুজো অনুদান নিয়ে আরও বড় ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। বাংলার মেয়ের হয়ে বিচারের দাবিতে নেমেছেন রাজ্যের সকল শ্রেণীর মানুষ। দিকে দিকে হচ্ছে প্রতিবাদ। এই আবহেই একের পর এক পুজো ক্লাব মমতা সরকারের দেওয়া অনুদান (Durgapujo Donation) প্রত্যাখান করেছে। যা নিয়ে জোর চর্চা। এরই মাঝে এবার এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোমবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেন, যে সব পুজো কমিটি অনুদান নেবেন না তাদের বদলে নতুন ক্লাবকে সেই অনুদান ফেরানোর ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামীকাল থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বৈঠক থেকে মমতা বলেন, ‘এ বার এক্সট্রা কিছু রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে। সবটা হয়তো দিতে পারব না। ৪৫০ কোটি খরচ হয় ক্লাবগুলিকে দেওয়া জন্য। আগামিকাল থেকেই সেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে। যদি কেউ না নিতে চান, নতুন যারা আবেদন করেছেন, তাদের দিয়ে দেবেন।’

এদিকে গত সপ্তাহেই দুর্গাপুজোর অনুদান নিয়ে নয়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। এর আগেও বেশ কয়েকবার এই অনুদান নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবগণনম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটি উঠেছিল শুনানির জন্য।

মামলার আবেদনে জানানো হয়, প্রতি বছর অনুদানের টাকা বাড়ছে কিন্তু খরচ নিয়ে সঠিকভাবে অডিট হচ্ছে না। অনুদানের টাকা আদেও পুজোর কাজেই ব্যবহার করা হচ্ছে কী না সেই নিয়ে প্রশ্ন তোলা হয়। এই নিয়ে জনস্বার্থ মামলা করে তার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে।

প্রধান বিচারপতির মন্তব্য, ‘রাজ্যের অনেক ক্লাবই নাকি অনুদান ফিরিয়ে দিচ্ছি!’ এরপরই অডিটের বিষয়ে রাজ্যকে নোটিস দিতে বলেছে ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, আগের বারের থেকে এবার ১৫ হাজার টাকা অনুদান বেড়েছে দুর্গাপুজোর। চলতি বছর পুজোয় ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

government of west bengal

আরও পড়ুন: SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় বড় আপডেট, কী রায় দিল সুপ্রিম কোর্ট?

রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটির জন্য ৮৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। শুধু তাই নয়, ২০২৫-এ দুর্গাপুজোর অনুদান ১ লক্ষ টাকা দেওয়া হবে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুব সহ বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণাও করা হয় রাজ্যের তরফে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর