বাংলা হান্ট ডেস্কঃ ভোট মিটতেই প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে (Nabanna) প্রশাসনিক বৈঠকে একাধিক যোজনা নিয়ে কথা বলেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান, আবাস যোজনা থেকে শুরু করে মুডি গঙ্গার ওপর সেতু তৈরি, একাধিক বিষয়ে কথা বলেন সিএম।
এবারের লোকসভা ভোটে মূলত ঘাটাল মাস্টার প্ল্যানকে (Ghatal Master Plan) সামনে রেখেই প্রচারে নেমেছিলেন তৃণমূল প্রার্থী দেব। নির্বাচনী প্রচারে এই নিয়ে কথা বলতে শোনা গিয়েছে খোদ TMC নেত্রীকেও। এবারের ভোটে ফের ঘাটাল থেকে জয়ী হয়েছেন দেব। এরপরেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না। আরও তাড়াতাড়ি কাজ করতে হবে’ বলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে আবার জানা যাচ্ছে, মুড়ি গঙ্গা সেতু তৈরির কাজও শীঘ্রই শুরু করা হবে। এর জন্য শীঘ্রই গ্লোবাল টেন্ডার ডাকা হবে বলে খবর। একইসঙ্গে এদিনের বৈঠকে আবাস যোজনা (Awas Yojana) নিয়েও মুখ্যমন্ত্রী কথা বলেছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ শরীর ভালো নেই অভিষেকের? চিকিৎসার কারণে বিরতি নিচ্ছেন TMC সেনাপতি, কবে ফিরবেন?
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আবাস যোজনা নিয়ে ফের সমীক্ষার নির্দেশ দিয়েছেন মমতা। এই যোজনা নিয়ে টাকা দেবে রাজ্য সরকার। লিস্ট তৈরি হওয়ার পর ফের সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এই বছরের ডিসেম্বর মাস থেকেই আবাস যোজনার অধীন টাকা প্রদান করবে রাজ্য। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই একথা ঘোষণা করেছেন। এবার পঞ্চায়েত দফতরকে আবারও সমীক্ষার নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়াও গতকালের বৈঠকে কাটমানি থেকে শুরু করে বালি পাচার, কয়লা পাচারের মতো বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেন বলে খবর। সরকারি জমি বেহাত হওয়ার বিষয়েও কড়া বার্তা দেন তিনি। প্রশাসনিক বৈঠকেই মমতা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন বলেও খবর।