বাড়বে টাকা…! লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মমতার, নয়া বছরেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। তবে এখন থেকেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। জেলায় জেলায় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পাখির চোখ বিধানসভা ভোট। নয়া বছরের শুরুতে উত্তরবঙ্গ সফরে বেড়িয়েছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মঙ্গলবার মালদহের ইংরেজবাজারে পরিষেবা প্রদান সভায় যোগ দিয়ে একাধিক ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী। কেন্দ্রকে তোপ, আর জি কর থেকে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar), সবই ধরা পড়ল মমতার কথায়।

লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা মমতার-Lakshmir Bhandar

বাংলার মা-বোনেদের আশ্বাস দিয়ে মমতা বলেন, ‘দিন দিন আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ”যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এটা মা বোনেদের ভান্ডার। এই ভান্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে।” মমতাময়ী মুখ্যমন্ত্রী বলেন, ‘মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবার চেষ্টা করবেন না। ওদের পড়াশোনা করতে দিন। দেখবেন মেয়েরাই একদিন সংসার চালাবে।”

মালদহে দাঁড়িয়ে একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারকে তোপ দাগেন মমতা। আবাস যোজনার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ”কেন্দ্রীয় সরকার ঘরের টাকা দেয়না। তাও ১২ লক্ষ পরিবারের কাছে টাকা পৌঁছে দিয়েছি। আরও ১৬ লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে। বাড়ি নিয়ে সমীক্ষা হয়েছে। আমরা যা বলি তাই করি। আগামী দেড় বছরের মধ্যে বাড়ি হবে নিশ্চিত থাকুন।”

lakshmir bhandar

আর জি কর ইস্যু তুলে উষ্ণা প্রকাশ করে মমতা বলেন, ‘দেখলেন তো আরজি কর। কেউ যদি দানবিক, পৈশাচিক হয় তার জন্য কি করে মানবিক হওয়া যায়? যে অন্যায় করল তাকে কি করে ক্ষমা করব। আমি স্তম্ভিত।’ স্পষ্ট করে মমতা বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই ফাঁসি চেয়ে এসেছি। এই জাজমেন্ট আমার পছন্দ হয়নি। এটা সংবেদনশীল বিরলের মধ্যে বিরলতম ঘটনা।’

lakshmir bhandar

আরও পড়ুন: আর পালাবার পথ নেই সঞ্জয়ের! আজই সুপ্রিম কোর্টে সব ‘ফাঁস’ করবেন আইনজীবী করুণা নন্দী

ভরা সভায় দাঁড়িয়ে মমতা বলেন, “ভাইদের দায়িত্ব দিচ্ছি বোনেদের দেখে রাখবেন। বোনেদের বলব কোথাও কিছু দেখলে আপনারা পুলিশকে জানাবেন।” হাইকোর্টের OBC রায় প্রসঙ্গে মমতা বলেন, ”ওবিসি নিয়ে লড়ে যাচ্ছি, লড়ে নেব। আপনারাই জিতবেন। আমরা যে কেস নিই, প্রথমে যে কথা বলি, সেটা নিয়েই থাকি।” এছাড়াও মালদার সভা থেকে আরও একাধিক ইস্যু তুলে ধরেন মমতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর