মহিলাদের জন্য সুখবর! লক্ষ্মীর ভাণ্ডারের ‘বেশি’ টাকা কারা পাচ্ছেন? রাখঢাক না রেখে জানিয়ে দিলেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে গত ফেব্রুয়ারী মাসে লক্ষীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বাজেটের ঘোষণা অনুযায়ী চলতি এপ্রিল মাস থেকেই লক্ষীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) বর্ধিত ভাতা মা-বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। গতকাল নিজের মুখেই লক্ষ্মীর ভাণ্ডারের বেশি টাকা কারা পাচ্ছেন তা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

বাংলায় শাসকদল তৃণমূলের সর্বাধিক চর্চিত প্রকল্পর মধ্যে একটি হল লক্ষীর ভাণ্ডার। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় লোকসভা প্রচারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের ১ কোটিরও বেশি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের বেশি টাকা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সরকারি তহবিল থেকে সেই বর্ধিত ভাতা বণ্টন শুরু হয়ে গিয়েছে বলেও জানান মমতা।

সভায় দাঁড়িয়ে মমতা বলেন, “ইতিমধ্যে ১ কোটি ৯৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে বর্ধিত হারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে গিয়েছে। এদের পাশাপাশি আরও ৬ লক্ষ মহিলা রয়েছেন যাদের ৬০ বছর বয়স হয়েছে। তারা বার্ধক্য ভাতা অর্থাৎ (লক্ষ্মীর ভান্ডার ২) পাচ্ছেন।’

২০২৪-২৫ বর্ষের বাজেট পেশ করার সময় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানিয়েছিলেন, চলতি অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এতদিন অবধি এই প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ৫০০ টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণির মহিলারা ১০০০ টাকা করে পেতেন। বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়।

lakshmir bhandar

আরও পড়ুন: শনি থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! কলকাতায় উঠবে ঝড়, আজ বাড়বে গরম? আবহাওয়ার খবর

ভাতা বৃদ্ধির ফলে এবার সাধারণ শ্রেণির মহিলারা ৫০০ টাকার বদলে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে পাবেন। পাশাপাশি তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের ভাতার অঙ্কও বৃদ্ধি করে রাজ্য সরকার। এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে বলেও জানানো হয়েছিল। সেই মতোই মমতা জানালেন ইতিমধ্যেই বর্ধিত হারে ভাতা পেতে শুরু করেছেন উপভোক্তারা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর