বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য চালু সংরক্ষণ খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) নিয়ে মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। এরই মাঝে এবার মমতা (Mamata Banerjee) বললেন, রাজ্যে নিয়োগ আটকে রয়েছে OBC শংসাপত্র সংক্রান্ত আইনি জটেই।
আর কী বললেন মুখ্যমন্ত্রী? Mamata Banerjee
সোমবার ফুরফুরা শরিফে যান মমতা। সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘লিস্ট প্রায় তৈরি। তা সত্ত্বেও মামলার কারণেই ডাক্তার-নার্সদের নিয়োগ করতে পারছি না’। মমতার কথায়, ‘ওবিসি রিজার্ভেশন মামলা এই মুহূর্তে আদালতে বিচারাধীন, সেই জন্য নিয়োগ বন্ধ। আমার লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও ডাক্তার-নার্সদের নিয়োগ করতে পারছি না।’
এর আগেও এই ইস্যুতে সুর চড়িয়েছিলেন মমতা। মামলার জটে রাজ্যে কয়েক লক্ষ তরুণ-তরুণীর চাকরি (নতুন নিয়োগ) আটকে রয়েছে বলে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। প্রসঙ্গত, গত বছর মে মাসে ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় (OBC Certificate) ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চের দেওয়া সেই রায়ে এক ধাক্কায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার (West Bengal Government)।
আরও পড়ুন: কীভাবে কত কোটির দুর্নীতি? এতদিনে সব ফাঁস করে দিল পার্থর জামাই! নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট মোড়
উচ্চ আদালতের সেই রায়ের বিরোধীতা করে শীর্ষ আদালতের দরবারে যায় রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলা চলছে। আগে রাজ্যের আইনজীবী হাইকোর্টের রায়ের উপর যাতে স্থগিতাদেশ দেওয়া হয় সেই আর্জি জানান। তবে সুপ্রিম কোর্ট তরফে হাইকোর্টের রায়ের উপর কোনো স্থগিতদেশ দেওয়া হয়নি।