‘রবিবারের মধ্যে না পারলে CBI-কে দিয়ে দেব’! আরজি কর কাণ্ডে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার আরজি কর কাণ্ডের কথা প্রকাশ্যে আসার পরেই মৃত তরুণী চিকিৎসকের মা-বাবার সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনার ৪ দিনের মাথায় সোজা তাঁদের বাড়ি চলে গেলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়েই জানালেন, রবিবারের মধ্যে পুলিশ যদি এই ঘটনার কূলকিনারা করতে না পারে তাহলে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হবে।

আরজি কর কাণ্ডে বিরাট ঘোষণা মমতার (Mamata Banerjee)!

এদিন দুপুর ১টা নাগাদ সোদপুরে নির্যাতিতার বাড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে নিহত চিকিৎসকের মা-বাবার সঙ্গে কথা বলেন তিনি। এরপর বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি পারে দোষীদের গ্রেফতার করুক। রবিবার অবধি যদি না পারে, কারণ ভেতরেও তো অনেকে রয়েছে….। তাই এই মামলা আমরা আর নিজেদের হাতে রাখব না। সিবিআইকে দিয়ে দেব’।

   

এদিন মমতা বলেন, ‘পুলিশ ছিল, সবাই ছিল। এরপরেও কীভাবে এই ঘটনা ঘটল, সেটা বুঝতে পারছি না’। এরপরেই তিনি বলেন, ‘এই ঘটনায় হয়তো ভেতরেরই কেউ আছে। নির্যাতিতার পরিবার সেটাই অভিযোগ জানাচ্ছে’। তবে এই ঘটনায় (RG Kar Case) যেই জড়িত থাকুক না কেন, তাঁকে শাস্তি পেতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে জমা পড়ত ‘প্রণামী’! জ্যোতিপ্রিয়র নয়া কীর্তি ফাঁস করল ED, চরম বিপাকে বালু?

মমতা (Mamata Banerjee) বলেন, ‘আমরা ফাস্ট ট্র্যাক আদালতে ফাঁসির দাবি জানাব। হাসপাতালে অতজন নার্স, নিরাপত্তারক্ষী ছিল, কীভাবে এমন ঘটনা ঘটে গেলে সেটা ভেবে পাচ্ছি না। প্রথম যে পরিবারকে ফোন করেছিল, তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে’।

Mamata Banerjee on RG Kar case

এদিন সিবিআইয়ের (CBI) হাতে মামলা তুলে দেওয়া বললেও মমতা স্মরণ করিয়ে দেন, কেন্দ্রীয় এজেন্সির ‘সাফল্যের হার’। তিনি বলেন, ‘ওদের সাফল্যের হার খুব কম। তাপসী মালিক, রিজওয়ান রহমান, রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো মামলায় কিছু করতে পারেনি। তবে জনগণের সন্তোষের জন্য আমরা ওদের হাতে এই মামলা তুলে দেব’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর