পুজো কমিটিগুলোর জন্য আবারও সুখবর, বড়ো ঘোষণা করলেন মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ দূর্গা পুজো (Durga Puja) নিয়ে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। করোনা আবহের মধ্যেও অন্যান্য রাজ্য পুজোতে মত না দিলেও, বাংলায় তিনি কিন্তু পুজোতে সায় দিয়েছেন। করোনা আবহের মধ্যেও সামাজিক দূরত্ব বিধি মান্য করেই, সর্বোপরি করোনা সতর্কীকরণ মেনেই বাংলায় হবে দূর্গা পুজো।

এই সংকটের সময়ে বাংলার প্রায় ৩৭ হাজার পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গত সেপ্টেম্বর মাসেই সেই অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। ১০ বছরের পুরনো পুজো ক্লাবগুলো এই অনুদান প্রাপকের আয়ত্তায় ছিল।

durga puja 0

মুখ্যমন্ত্রীর এই অনুদান ঘোষণা করা নিয়েই কম ঝড় ওঠেনি। জনগণের টাকা কেন এভাবে অনুদান দেওয়া হবে, তা নিয়েও উঠেছিল নানান প্রশ্ন। তবে সব কিছুকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী আরও এক বড় ঘোষণা করলেন। শুধুমাত্র ১০ বছরের বেশি বয়স্ক পুজো কমিটি নয়, আর্থিক দিক থেকে যে সকল পুজো কমিটি পিছিয়ে রয়েছে , তাদেরকেও দেওয়া হবে আর্থিক অনুদান।

বর্তমান সময়ে অনলাইনেই বিভিন্ন পুজো কিমিটির উদ্বোধনে অংশ নিচ্ছেন মমতা ব্যানার্জী। এইভাবে অনলাইনে পুজো উদ্বোধন করার সময় পুলিশকে নির্দেশ দিলেন, আগে ১০ বছর পার হলে, সেই ক্লাবকে পুজোয় আর্থিক অনুদান দেওয়া হত। তবে এবছর ১০ বছরের কম বয়সী গরীব ক্লাব এমনকি মেয়েদের পুজোকেও সাহায্য করা হবে।

Mamata Banerjee 4 4

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বললেন, ‘অন্য রাজ্যে তো দূর্গা পুজোয় ছাড় দেওয়া হয়নি, তবে আমি কিন্তু ছাড় দিয়েছি। অসমের ভাই বোন, আদিবাসী, তফসিলি, সংখ্যালঘু, চা বাগানের কর্মী, রাজবংশী, কামতাপুরি, বাংলাদেশের মানুষজন, বাংলা, উর্দু, হিন্দি, কুর্মালি, কুরুক সব ভাষাভাষীর মানুষকে একসঙ্গে আনন্দের সঙ্গে পুজো করব’।


Smita Hari

সম্পর্কিত খবর