‘একটাও দেয়নি, সব চাকরি নিয়ে বিক্রি করেছে, আমি জানতাম না’, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মমতা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। তার আগে জেলা সফরে মেতে উঠেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত সোমবার টানা চার দিনের ঠাসা প্রশাসনিক এবং দলীয় কর্মসূচি কর্মসূচী নিয়ে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায় যান মুখ্যমন্ত্রী। কাঁথি ও তমলুক এই দুই সাংগঠনিক জেলার সব বুথের নেতা-কর্মীদের নিয়ে মঙ্গলবার বুথ ভিত্তিক কর্মীসভা করেন মমতা। আর সেখানেই হঠাৎই নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে বিস্ফোরক দলনেত্রী।

ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী? দিঘায় দাঁড়িয়ে মমতা বলেন, “এ জেলা ক্ষুদিরামের জেলা। মাতঙ্গিনী হাজরার জেলা। আজকে লজ্জা লাগে এখানকার কিছু হার্মাদ আমাদের থেকে সব কিছু নিয়েছে। ওদের হাত থেকে আমরা চাকরি গুলো দিয়েছিলাম। ওরা আমাদের হাত থেকে চাকরি নিয়ে বিক্রি করেছে। আমরা জানতাম না। পুরুলিয়ায় একটাও দেয়নি। ওইখানকার চাকরি এখানে বেচে দিয়েছে। আজকে সিবিআই ইডি নিয়ে বড় বড় কথা বিজেপি নেতাদের।”

এখানেই থেমে থাকেননি মমতা। কারও নাম না নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই জেলাতেই কয়েকজন হার্মাদ চাকরি বিক্রি করেছে। পুরুলিয়ার চাকরিও এখানে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমাদের অজান্তে বিক্রি করে দেওয়া হয়েছে। যাদের খাইয়ে পরিয়ে মানুষ করেছিলাম। তারা আজ এসব করছে। ভাবছে যাই এবার দিল্লি দখল করে আসি। বাংলা দখল করতে পারে না। তার আবার বড় বড় কথা। নন্দীগ্রামে যে কটা সিট পেয়েছি সেটাও লুঠ করেছে।’

mamata banerjee

এদিন জেলায় দাঁড়িয়ে রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘একটা সময় ছিল, যখন এক তারিখে সরকারি কর্মচারীরা মাইনে পেতেন না। মায়েরা-বোনেরা পেনশন পেতেন না। মাসের পর মাস, বছরের পর বছর চলে গিয়েছে। সব জায়গায় পেনশন উঠে গিয়েছে। একমাত্র বাংলায় আছে।”

এরপরেই সরকারি কর্মীদের উদ্দেশে অনুরোধ করে মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমি আপনাদের বলব, বিজেপি ও সিপিআইএমের কথায় প্লিজ মাথানত করবেন না। সরকারি কর্মচারী, বা আমাদের যে শিক্ষকরা আছেন, তারা মাথানত করবেন না।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর