‘আপনারা দাঙ্গা করেন আর গালাগালি খাই আমি’, কাদের নিশানা করলেন মমতা?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মুর্শিদাবাদে অশান্তির পর এই প্রথম জেলায় পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগে বিরোধী দলগুলির নেতা নেত্রী থেকে খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদে আক্রান্তদের সঙ্গে গিয়ে কথা বললেও মুখ্যমন্ত্রী যাননি। অবশেষে সোমবার হামলায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান তিনি। সেখান থেকেই তিনি জোর গলায় ধমক দিলেন, আপনারা করছেন দাঙ্গা, আর গালাগালি খাচ্ছি আমি।

মুর্শিদাবাদে গিয়ে বিষ্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

মুর্শিদাবাদে গিয়ে ইঙ্গিতপূর্ণ ভাবে মমতা বলেন, ‘কয়েকজন ধর্মীয় নেতা আছেন যারা পালে বাঘ না পড়লেও তারা চিৎকার করে। রাজনৈতিক ফায়দা নেয়। এরাই দাঙ্গা লাগিয়ে সবার আগে পালিয়ে যায়! আমি কাউকে শত্রু মনে করি না, কিন্তু যারা দাঙ্গা লাগায় তাদের মিত্র মনে করি না’।

Mamata Banerjee opened up about violence in murshidabad

কী বললেন মুখ্যমন্ত্রী: মমতা (Mamata Banerjee) এদিন বলেন, মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে মাত্র দুটি ওয়ার্ডে গণ্ডগোল হয়েছে। সেগুলিও কে বা কারা, কীভাবে করিয়েছেন, এই কদিন ধরে ক্রস চেক করেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘দু তিনজন আছেন যারা নাকি বিরাট বিরাট ধর্মীয় নেতা। মানে আসলে ধর্মের নামে বিধর্মী নেতা। অনেক বড় বড় কথা বলে, আর ধর্মীয় উৎস… আমার মনে হয় বিজেপি নেতাদের জিজ্ঞাসা করলে তাঁরাই বলে দেবে।’

আরো পড়ুন : ভারতের হামলার আতঙ্ক, সেনাবাহিনীতে গণ ইস্তফা, এবার দিনমজুরের মতো জওয়ান নিয়োগ করবে পাকিস্তান!

সব মিডিয়ার সামনে আনার হুঁশিয়ারি: তিনি আরো বলেন, আর কিছুটা জানা বাকি রয়েছে তাঁর। সেটাও পেয়ে গেলে সবটা তিনি সংবাদ মাধ্যমের সামনে আনবেন। কারা করেছে, কীভাবে প্ল্যান করেছে সবটা জানা যাবে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, মুর্শিদাবাদে বিএসএফ গুলি না চালালে পরের দিনের ঘটনা ঘটত না। এখানে একটি সেবাশ্রম আছে, যার কুকীর্তি সবাই জানে। কীভাবে মানুষকে উসকানি দেওয়া হয়।

আরো পড়ুন : ‘দেশবাসী যেমন চাইছেন তাই হবে’, জল্পনা উসকে পহেলগাঁও হামলার জবাব নিয়ে বড় বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

মুর্শিদাবাদে পা রেখেই মমতা প্রশ্ন তোলেন, ওয়াকফ আন্দোলনের সময় ৪৮ ঘন্টা আলো নিভিয়ে রেখেছিলেন। এটা ক্রিমিনাল অফেন্স। কী লুকোতে চেয়েছিলেন আপনারা? পুলিশকে বলেছি, সিআই অফিস ওখান থেকে সরিয়ে নেবে। কুৎসিত ঘটনা সিসিটিভিতে ওঠে। প্রসঙ্গত, গতকালই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে সুপারিশ করেছিলেন রাজ্যপাল। মুর্শিদাবাদ মালদায় স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসানোরও দাবি জানান তিনি। এর আগে মুখ্যমন্ত্রীর বারণ উপেক্ষা করেই মুর্শিদাবাদ গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এবার মুর্শিদাবাদে পা রেখেই ‘আক্রমণাত্মক’ মমতা বন্দ্যোপাধ্যায়।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X