মৌলবাদী শক্তি রুখতে পুলিশ আধিকারিকদের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

 

বাংলা হান্ট ডেস্ক: গত সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবান্ন থেকে পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ায় নানান রকম ভুয়া খবর ও অর্ধসত্য খবর ছড়িয়ে পড়ছে যেগুলো প্রচারের জন্য মূলত বেছে নেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াকে। তাই সেদিকে কড়া নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আলিপুরদুয়ার এবং মুর্শিদাবাদ পুলিশ সুপারকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মুখ্যমন্ত্রী বক্তব্যের সময় সময় নিজে কোন নাম না নিলেও পুলিশ অফিসার মনে করছেন, আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনকেই আক্রমণ করেছেন তিনি।

এছাড়াও কিছুদিন আগে তৃণমূল নেতারা এআইএমআইএম কে বিজেপির এজেন্ট বলেও কটাক্ষ করেন। ২০১৯ এর লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের আবার উপনির্বাচনে জয় লাভ করেছে তৃণমূল।

mamata banerjee salil131 630x420 1

২০২১ এর বিধানসভা নির্বাচনে পাখির চোখ মুসলিম ভোট কিন্তু তার আগে রাজ্যে যদি এআইএমআইএম তাদের শক্তি বৃদ্ধি করে সেক্ষেত্রে তৃণমূলের ভোট ব্যাংকের তার বেশ প্রভাব পড়তে পারে বলে অনুমান করা যাচ্ছে। তাই আগেভাগেই এই সতর্কবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


সম্পর্কিত খবর