মমতা ব্যানার্জী আমাদের মা, বললেন তৃণমূলের হেভিওয়েট নেতা, এর আগে বলেছিলেন বিজেপির ভারতী ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ  সিএএ-এনআরসি নিয়ে বাংলায় জোরদার আন্দোলন তো চলছেই । এবার তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সম্বোধন করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী  অরূপ রায় ।  তাঁকে  বাংলার মানুষের অভিভাবকের আসনে বসিয়েছেন অরূপ রায় ।

727495 724977 mamata banerjee 1 pti

প্রসঙ্গত, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা এবং অভিভাবক বলে সম্বোধন করেছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী ভারতী ঘোষ । তাই, অরূপ রায়ের এহেন মন্তব্যের পর কটাক্ষ উঠে আসছে  বিভিন্ন মহল থেকে । বলা হচ্ছে, অরূপ রায়ের চূড়ান্ত পরিণতি কী তবে অপেক্ষা করছে?

সিএএ ও এনআরসি বিরোধিতায় হাওড়ায় একের পর এক কর্মসূচি রয়েছে তৃণমূলের । পয়লা ফেব্রুয়ারি ও ২ রা ফেব্রুয়ারি মিছিল ও জনসভার পর আগামী ৫ফেব্রুয়ারি মানব বন্ধন কর্মসূচি নিয়েছে তৃণমূল ।

বালিখাল থেকে দানেশ শেখ লেন পর্যন্ত মানব বন্ধন করার পরিকল্পনা নেওয়া হয়েছে । ৬ ফেব্রুয়ারি হাওড়ার প্রতিটি ওয়ার্ডে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে মৌন মিছিল করা হবে । তৃণমূলের একের পর এক কর্মসূচির কথা এদিনের জনসভা থেকে ঘোষণা করেন মন্ত্রী অরূপ রায় ।  সেই সঙ্গে সভামঞ্চ থেকে তিনি আরও বলেন,  মোদি-শাহদের দেশ থেকে কীউকে তাড়ানোর কোনও অধিকার নেই । আর অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতাও নেই । বাংলায় কেউ বিভেদ করতে পারবে না বলে বঙ্গবাসীকে আশস্ত করেছেন তৃণমূল নেতা অরূপ রায় ।  পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের আসনে বসিয়েছেন তিনি । তাঁর অভিভাবকত্বের অধীনে বাংলা এগিয়ে চলবে । তিনি বলেন, মমতা আজ যা ভাবেন, ভারত কাল তা ভাবে ।

সম্পর্কিত খবর