রাজ্যপালের ডাকে চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী! অনুষ্ঠান মাঝেই বাজালেন ‘সেন্ডা মেলম’ বাদ্যযন্ত্র, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভালোবাসা ঠিক কতখানি, তা প্রতিটি বাঙালিরই জানা। কালী উৎসবে বাড়িতে পুজো, মায়ের ভোগ রান্না করা থেকে শুরু করে দুর্গাপুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঢাক বাজাতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে আর এবার সুদূর চেন্নাইয়ে (Chennai) বাংলার রাজ্যপাল লা গণেশনের দাদার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে সেন্ডা মেলম নামে একটি বাদ্যযন্ত্র বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য,সম্প্রতি  বাংলার রাজ্যপাল লা গণেশনের দাদার জন্মদিন উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়। সেই উপলক্ষেই গতকাল চেন্নাই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন রাজ্যপালের বাড়ি পৌঁছে সেন্ডা মেলম বাজাতেও দেখা যায় তাঁকে।

শুধু তাই নয়, রাজ্যপালের অনুষ্ঠানে সামিল হওয়ার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচন মাথায় রেখেও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেন্নাই পৌঁছে প্রথমে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্যালিনের স্ত্রী, ছেলে এবং বোনেদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের হাতে নারকেল নাড়ু, শাড়ি এবং ধুতি তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্ট্যালিনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘক্ষণ বৈঠক হয় বলেও খবর। যদিও তাদের এই বৈঠকে কটাক্ষ করে দিয়েছে বিজেপি এবং কংগ্রেসের মতো দলগুলি।

প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দেশে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আঞ্চলিক সকল দলগুলিকে একত্রিত করার কথা বহুবার শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এক্ষেত্রে একাধিক বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করতেও দেখা গিয়েছে তাঁকে। সেই সূত্র বজায় রেখে গতকাল স্ট্যালিনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে ইতিমধ্যে একাধিক জল্পনা সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, অনুযায়ী বর্তমানে দেশে পরিস্থিতি, সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সক্রিয়তা, সাম্প্রদায়িক বিভাজন এবং অন্যান্য একাধিক বিষয় নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

Untitled design 36

যদিও সকল জল্পনা উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্ট্যালিন আমার দাদার মতো। সেই কারণে চেন্নাইয়ে পৌঁছে প্রথমে ওর সাথে দেখা করি। এটা শুধুমাত্র সৌজন্য বৈঠক। রাজ্যপালের অনুষ্ঠানে যোগদান করার জন্য এসেছিলাম। সেক্ষেত্রে স্ট্যালিনের সঙ্গে না দেখা করে কি করে ফিরব?”

Sayan Das

সম্পর্কিত খবর