উপহার রেডি! শেষ পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যবাসীকে কী সারপ্রাইজ দেবেন মুখ্যমন্ত্রী?

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই আগামীকাল ১২ ফ্রেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই ২০২৫ সালের বাজেট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা। প্রতিবারের মতো এবারও এই বাজেট ঘিরে অনেক আশা-প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের।

বাজেটে রাজ্যবাসীকে কী সারপ্রাইজ দেবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?

অনেকেই মনে করছেন আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এই বাজেটে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বেশ কিছু জনমুখী সিদ্ধান্ত নিতে পারেন মমতা (Mamata Banerjee)। সূত্রের খবর এবারের বাজেটে রাজ্যের একাধিক জনপ্রিয় সরকারি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করে চমক দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে এই বাজেটে। আসুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন বাজেটের বেশ কিছু সম্ভাব্য দিক।

১) সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা:

আসন্ন বাজেটে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা সহ একাধিক সরকারি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত লক্ষ্মীর ভান্ডারকে তুরুপের তাস করেই নির্বাচনে ভালো ফলাফল করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাই এবারের লক্ষ্মীর ভান্ডার নিয়েও থাকতে পারে বড় চমক। এছাড়াও বাংলার বাড়ি, ছাত্রদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পেও অতিরিক্ত বরাদ্দের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দেওয়ালে ঠেকল পিঠ! কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল CBI, ঘুরে যাবে খেলা?

২) শিল্প ও কর্মসংস্থান নিয়ে নতুন ঘোষণার সম্ভাবনা 

সম্প্রতি শেষ হয়েছে কলকাতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। শিল্পের প্রসার ঘটাতে এবং বিনিয়োগ আকর্ষণ করতে এই মুহূর্তে মরিয়া রাজ্য সরকার। এবারের বাজেটে শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখা হতে পারে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও ক্ষুদ্র-মাঝারি শিল্প (MSME) ক্ষেত্রে নতুন প্রকল্পও ঘোষণা করা হতে পারে। এছাড়াও, গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে এবং ১০০ দিনের কাজ প্রকল্পে রাজ্যের অংশীদারিত্ব আরও বৃদ্ধির করার কথা ভাবছে সরকার। রাজ্যের শ্রমমন্ত্রক সূত্রে খবর, ১০০ দিনের কাজ প্রকল্পের অধীনে দৈনিক মজুরি বৃদ্ধির ব্যাপারেও সুপারিশ করতে পারে রাজ্য।

West Bengal

৩) মহার্ঘ্য ভাতা বৃদ্ধির সম্ভাবনা  

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সাথে কেন্দ্রের  মহার্ঘভাতার পার্থক্য একপ্রকার আকাশপাতাল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখন ১৪ শতাংশ হারে মহার্ঘভাতা পান। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। ২০২৩ সালের বাজেটে তিন শতাংশ এবং ২০২৪ সালের বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যে। কিন্তু আন্দোলনকারী কর্মচারীরা একাধিকবার স্পষ্ট করেছেন কেন্দ্রের তুলনায় এই ডিএ বৃদ্ধি পর্যাপ্ত নয়। তাই এবারের বাজেটে রাজ্য সরকার ডিএ নিয়ে কোনো বড় ঘোষণা করে কিনা আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর