শিল্প আনলেন মোদি, ধন্যবাদে ভরালেন দিদি, পুজোর আগেই রাজ্যবাসীর জন্য বিরাট সুখবর

বাংলা হান্ট ডেস্কঃ খাস কলকাতার বুকে তৈরি হতে চলেছে সেমিকন্ডাক্টার ফ্যাব্রিকেশন কারখানা। এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকের পর রবিবার একথা ঘোষণা করা হয়েছে। এবার এই নিয়ে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

  • কী লিখেছেন মমতা (Mamata Banerjee)?

বর্তমানে বিশ্বের নানান দেশের সেমিকন্ডাক্টার টেকনোলজি নিয়ে কাজ করছে নিউ ইয়র্কের ‘গ্লোবাল ফাইন্ডারিজ’ নামক একটি বহুজাতিক সংস্থা। এবার শহর কলকাতাতেও এই সংস্থার একটি কারখানা তৈরি হবে। এবার এই ‘ঐতিহাসিক আন্তর্জাতিক বাণিজ্যের’ সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) ‘অবদান’ তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

   

মমতা (Mamata Banerjee) এদিন লেখেন, ‘গত বছরের শুরু থেকে রাজ্য আইটি বিভাগ ও আমাদের পিএসইউ ওয়েবেল প্রথমসারির সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রিকে অ্যাপ্রোচ করেছে। কারণ করোনা পরবর্তী সময়ে প্রচুর চিপ-ডিজাইনিং এবং প্যাকেজিং স্টার্টআপ নানান ওয়েবেল আইটি পার্কে গিয়ে কাজ শুরু করেছে। গ্লোবাল ফাউন্ডারিজ, সিনপসিস, মাইক্রন সহ আরও কয়েকটি প্রথম সারির আন্তর্জাতিক সেমিকন্ডাক্টার সংস্থা পশ্চিমবঙ্গে বেশ কয়েকবার টেকনোলজি-সিম্পোসিয়াম আয়োজন করেছে। আমাদের ইউনিট পরিদর্শনের পাশাপাশি অফিসারদের সঙ্গে উদীয়মান প্রযুক্তি এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে’।

আরও পড়ুনঃ DA মামলার মাঝেই বড় খবর! এবার বেতন নিয়ে হাইকোর্টে মামলা! কাদের পকেট ভরবে?

এখানেই না থেমে মমতা আরও লেখেন, ‘এই বছর রাজ্য সরকারের স্পনসর করা, কলকাতায় আয়োজিত গ্লোবাল VLSI কনফারেন্সে সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রির সকল শীর্ষস্থানীয়রা অংশগ্রহণ করেছিল’। এই সবকিছুর মিলিত প্রয়াসের নির্যাস স্বরূপ কলকাতায় একটি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার সেট আপ করার প্রস্তাব এসেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

Narendra Modi Joe Biden Mamata Banerjee post

মমতা (Mamata Banerjee) নিজের দীর্ঘ পোস্টে আশ্বাস দিয়েছেন, এই উদীয়মান সেক্টরে এই নয়া বিনিয়োগের ক্ষেত্রে সব ধরণের সহায়তা করা হবে। ‘জ্ঞান ভিত্তিক শিল্পের প্রকৃত গন্তব্য হয়ে উঠুক পশ্চিমবঙ্গ’, লিখেছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর