বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশে (Bangladesh) অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পরেই এপার বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে শুরু হয় জাল পাসপোর্ট (Fake Passport) চক্রের রমরমা ব্যবসা। অভিযোগ ওঠে বাংলাদেশ ছেড়ে পাকাপাকিভাবে এই দেশে বসতি গড়ে তুলতেই টাকার বিনিময়ে ভুয়ো পাসপোর্ট জোগাড় করে ভারতে চলে আসছেন বাংলাদেশিরা। একইসাথে মাথাচাড়া দেয় জঙ্গি কার্যকলাপ। তারপরেই রাজ্যের এই জাল পাসপোর্ট তৈরির চক্রের রমরমা ব্যবসা নিয়ে বিরাট সমালোচনার মুখে পড়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার।
DIB-র বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ মমতার (Mamata Banerjee)
পশ্চিমবঙ্গ (West bengal) জুড়ে জাল পাসপোর্ট চক্রের এই রমরমা ব্যবসা নিয়ে কড়া সমালোচনার মুখে পড়ার পর নিজের দায় কার্যত ঝেড়ে ফেলতেই সাংবাদিক বৈঠক করে করেছিলেন রাজীব কুমার (Rajeev Kumar)। অথচ বৃহস্পতিবার একেবারে উল্টোসুর শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায়। পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব পুলিশের যে দফতরের বিরুদ্ধে, সেই DIB আধিকারিকদের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের করা (Mamata Banerjee) সেই মন্তব্যের জেরে কার্যত মুখ ছোট হল রাজ্য পুলিশের রাজীব কুমারের। একই সঙ্গে এদিন DIB তে’ও বড়সড় রদবদলের নির্দেশ দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সরকারি চাকরি হোক কিংবা পাসপোর্ট তৈরির জন্য পুলিশ ভেরিফিকেশন হামেশাই ঘুষ নেওয়ার অভিযোগ উঠে আসে পুলিশের বিরুদ্ধে।
রাজ্যজুড়ে জাল পাসপোর্ট চক্রের ঘটনা মাথাচাড়া দিতেই সেই ডিআইবির বিরুদ্ধেই টাকা নিয়ে বাংলাদেশিদের ছাড়পত্র দেওয়ার অভিযোগে সরব রাজ্যের বিরোধীরা। এই পরিস্থিতিতে লাগাতার সমালোচনার মুখে পড়ে একপ্রকার বাধ্য হয়েই গত রবিবার ছুটির দিন সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানে কার্যত নিজের দায় ঝেড়ে ফেলে তিনি।
রাজীব কুমার সাংবাদিক বৈঠকে দাবি করেন,পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের তেমন কিছু করার নেই। তিনি জানান, পাসপোর্ট দফতর থেকে তাদের যে নির্দেশিকা পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে পুলিশ কোনও আবেদনকারীর পরিচয়, ঠিকানা বা নথি যাচাই করতে পারবে না। তাই কেউ যদি ভুয়ো নথি জমা দেন তাহলে তাতে পুলিশের কিছু করার থাকে না।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি! এবার সেই ‘কালীঘাটের কাকু’কে নিয়ে বড় খবর
বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায় শোনা গেল একেবারে বিপরীত সুর। সরাসরি রাজীব কুমারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাজীব তোমাকে ডিআইবির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। কেউ একটা ইনফরমেশন রাখে না, ইনফরমেশন দেয়ও না। পোস্টটাকে নিয়ে খেলা করে। এখানে আমি বাস্তব খেলার কথা বলছি না। অবাস্তব খেলা, অনৈতিক খেলা, এগুলো চেঞ্জ করে দাও।’
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন প্রকাশ্যে রাজ্য পুলিশের বিরুদ্ধে লবি বাজিরও অভিযোগ তোলেন। মমতার কথায়, ‘অনেক সৎ পুলিশ অফিসার আছেন যারা সত্যি কাজ করেন। তাঁরা খেটে খায়, তাঁদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে, লবি। ওই লোকটা তো আমার বন্ধু, ওকে প্রমোশন দিতে হবে। কিন্তু কেন? কীসের জন্য? যে কাজের লোক হবে তাকে প্রমোশন দিতে হবে। যে কাজের লোক হবে না তাকে দেওয়া হবে না। কোন লবি চলবে না। লবি একটাই তা হল মানুষের।’