বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি উপলক্ষ্যে আজ রাজ্যের নানান প্রান্ত থেকে ধর্মতলা ছুটেছেন বহু মানুষ। মমতা (Mamata Banerjee), অভিষেক ছাড়া এবার বড় চমক হিসেবে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এদিন একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল, তৃণমূলের নেত্রী এবং তৃণমূলের কর্মীদের প্রশংসায় ভরিয়ে দেন তিনি।
মমতার (Mamata Banerjee) ‘আসল সম্পদে’র কথা জানালেন অখিলেশ
দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় যে এদেশের রাজনীতির একটি ‘বড়’ নাম তা কমবেশি সকলেই জানেন। তবে কেন মমতা বড় নেত্রী, তাঁর ‘আসল সম্পদ’ কী, আজ তা নিয়ে মুখ খোলেন অখিলেশ (Akhilesh Yadav)। একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েই সর্বসমক্ষে সেকথা বলেন তিনি।
সপা নেতার কথায়, ‘দিদির কাছে এমন কর্মী রয়েছেন, যারা প্রাণ দিতেও তৈরি। এমন সমর্থক থাকা যে কোনও দলের কাছে বড় ব্যাপার। কারণ যে কোনও রাজনৈতিক দলের ভিত্তি হলেন দলের কর্মীরা’। অখিলেশের সংযোজন, ‘আপনার নেতা অনেক বড়। নিজের জীবন বাজি রেখে, লড়াই করে দলকে এই জায়গায় নিয়ে এসেছেন। আপনারা সর্বদা ওনার সঙ্গ দিয়েছেন, ভবিষ্যতেও নিশ্চয়ই আপনারা সঙ্গ দেবেন’।
আরও পড়ুনঃ ‘বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব’! একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার
২০২১ বিধানসভা নির্বাচনের সময় পায়ে চোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু তা সত্ত্বেও থেমে থাকেননি মমতা (Mamata Banerjee)। সেই প্রসঙ্গ টেনে সমাজবাদী পার্টির সুপ্রিমো বলেন, ‘দিদি যখন পায়ে প্লাস্টার নিয়ে প্রচার করছিলেন, তখন বলেছিলাম উনি একা লড়াই করেই জয়ী হবে’।
এদিন বিজেপিকে আক্রমণ করে অখিলেশ বলেন, ‘বাংলার মানুষ বিজেপিকে পরাজিত করেছে। উত্তর প্রদেশও সঙ্গে রয়েছে। দিল্লি সরকার স্বল্প দিনের অতিথি। খুব তাড়াতাড়ি এই সরকার পড়ে যাবে’। এদিন দেশ এবং সংবিধানকে বাঁচানোর জন্য একসঙ্গে লড়াইয়ের বার্তা দেন তিনি। ‘আগামীদিনে যে লড়াই হতে চলেছে, আমরা আপনাদের সঙ্গে থাকব’, স্পষ্ট ঘোষণা অখিলেশের।