প্রকাশ্যে মমতা-পিকে দ্বন্দ্ব? I.N.D.I.A জোট নিয়ে ভোট কুশলীর বিরাট ভবিষ্যদ্বাণী নিয়ে জল্পনা! মাথায় হাত বিরোধীদের

বাংলা হান্ট ডেস্ক : বেজে গিয়েছে যু্দ্ধের দামামা। হাতে সময় আর কয়েকটা মাস। আর তার পরই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। সময় যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। একদিকে, বিরোধী ২৬ দলের ইন্ডিয়া জোট, অন্যদিকে, ৩৮ দলকে নিয়ে এনডিএ। কংগ্রেস (Congress), তৃণমূল (Trinamool Congress), আপ (Aam Admi Party) , জেডিইউ (Janata Dal United), আরজেডি-সহ ২৬টি বিজেপি বিরোধী দল চব্বিশের রণকৌশল নিয়ে একের পর এক বৈঠক করছে। লক্ষ্য একটাই, ওল্টাতে হবে মোদি সরকারের (Narendra Modi Government) গদি।

বিস্ফোরক পিকে : এই পরিস্থিতি নিয়ে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ বড় মন্তব্য করলেন প্রশান্ত কিশোর। সফল ভোট কৌশলী তথা একদা নীতিশ কুমারের ঘনিষ্ঠ এই পিকে (Prashant Kishor)। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিরোধীরা এক হয়েছেন, এটা ভাল। তবে এভাবে একত্রিত হয়ে নির্বাচনে কোনও প্রভাব ফেলা যাবে না যদি না কোনও নির্দিষ্ট বিষয়কে জনতার সামনে তুলে ধরতে পারে।’

mamata pk 3

একি বললেন তিনি? প্রশান্ত কিশোরের রাজনৈতিক কার্যকলাপ বরাবরই চমকপ্রদ। ভারতের মতো এত বড় গণতান্ত্রিক দেশের নির্বাচনী স্ট্র্যাটেজিকে তিনি হাতের ৫ আঙুলের মত চেনেন। আর সেই কারণেই তিনি ভোট কৌশলী (Election Strategist) হিসেবে এখনও পর্যন্ত মারাত্মক সফল। বিহারে নীতিশ কুমারের দলের সরকার প্রতিষ্ঠা, দিল্লিতে আপ, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের ক্ষমতা ধরে রাখার পিছনে রয়েছে পিকে-এর নিখুঁত পরিকল্পনা। এবার তাঁর মুখেই শোনা গেল ইন্ডিয়া জোট নিয়ে হতাশা।

লাভের লাভ হবে না কিছুই : রীতিমতো ব্যাখ্যা করে প্রশান্ত কিশোর এদিন বলেন শোনালেন, বিরোধী জোট আদৌ কতটা সফল হতে পারে এবং কীভাবে? তাঁর দাবি, ‘বিরোধীরা একজোট হচ্ছেন, ভাল কথা। এতে নির্বাচনী লড়াই আরও শক্তিশালী হয়। তবে শুধু বৈঠক, আলোচনা, নীতি নির্ধারণ করে চব্বিশের লড়াইয়ে নামলে ভুল হবে। কারণ, এভাবে কোনও নির্বাচন জেতা যায় না। নির্দিষ্ট ইস্যুতে তুলে জনতার কাছে যেতে হবে, সে বিষয়ে জনসচেতনতা, জনসমর্থন গড়ে তুলতে হবে। কর্মসূচি নিতে হবে।

আরও পড়ুন : ভুয়ো মাদ্রাসায় এবার স্কলারশিপ দুর্নীতি! তদন্ত করছে CBI! টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে

১৯৭৭ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে পিকে বলেন, ‘অনেকেই মনে করেন, ‘৭৭এ ইন্দিরা সরকারের পতন হয়েছিল বিরোধীরা একত্রিত হওয়ায়। না, ইন্দিরা সরকারের পতনের পিছনে এমার্জেন্সির খুব বড় ভূমিকা ছিল। যে কোনও রাজনৈতিক পালাবদলের নেপথ্যেই এমন কিছু কারণ থাকে। তার উপর ভিত্তি করেই লড়াই হয়।’


Sudipto

সম্পর্কিত খবর