২৪’এর লোকসভায় BJP ১০০ আসনও পাবে না! এবার ভবিষ্যদ্বাণী মমতার

বাংলা হান্ট ডেস্ক : বড় দাবি করলেন মমতা বন্দ্যোপাধয়ায়। শনিবার কর্নাটকের নির্বাচনের (Karnataka elections) ফলাফল সামনে আসতেই লোকসভা (Lok Sabha) নির্বাচেন ভবিষ্যৎ জানিয়ে দিলেন (Mamata Banerjee predicts future) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি এদিন জোর গলায় বলেন, ‘চব্বিশের নির্বাচনে একশও পার করতে পারবে না বিজেপি।’

এদিন বিকেলে মমতার সঙ্গে দেখা করতে কালীঘাটে গিয়েছিলেন বলিউডের সুপারস্টার সলমন খান। সলমন বেরিয়ে যাওয়ার পর কর্নাটক নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান মমতা। তিনি বলেন, ‘লিখে রাখুন, শেষের শুরু হয়ে গেল। বিজেপি এই যে হারতে শুরু করল, আর জিতবে না।’

modi mamata 10

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতাচ্যূত হবে বলে আগেও দাবি করেছিলেন মমতা। তাঁর দাবি ছিল, ‘আমি জ্যোতিষী নই। তবে কেমন যেন বুঝতে পারছি বিজেপি হারবে।’ শনিবার মমতার কথায়, ‘কেমন যেন’ বা এমন শব্দ ছিল না। বরং যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই কথাগুলো বলেছেন তিনি।

পর্যবেক্ষকদের দাবি, লোকসভা ভোটে কী ফলাফল হবে তা এখন থেকে বলা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যেটা করতে চেয়েছেন তা হল, বিজেপির এই হারকে সামনে রেখে বাংলায় তাদের মনোবল ভেঙে দিতে চেয়েছেন। বাংলার মানুষকেও বোঝাতে চেয়েছেন, বিজেপি আর জিতবে না। অমিত শাহরা যেমন বাংলায় এসে দাবি করেন, দিল্লিতে তাঁরাই ক্ষমতায় থাকবেন, এ হল তারই পাল্টা জবাব।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শুধু বলার জন্য বলেননি। তিনি একটা হিসাবও দিয়েছেন। মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, রাজস্থান, বিহার, মহারাষ্ট্রে যে বিজেপি হারবে তা বিশ্বাসের সঙ্গেই বলেছেন। এরই সঙ্গে বলেছেন, ওদের ভরসা একমাত্র উত্তরপ্রদেশ। সেখানে অখিলেশের হাত শক্ত করতে তিনিও এবার লখনউ যাবেন।


Sudipto

সম্পর্কিত খবর