বাংলা হান্ট ডেস্কঃ কর্তৃপক্ষের আমন্ত্রণে আজ সুদূর লন্ডনের ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) কেলগ কলেজে নিজের বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সেই বক্তব্য ঘিরে প্রতি মুহূর্তে চড়ছে উত্তেজনার পারদ। এদিন বক্তৃতা দেওয়ার আগে অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলার পর তিনি ঘুরে দেখলেন ইংল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার-সহ আরও বেশ কিছু জায়গা। এই সময় মুখ্যমন্ত্রীর পাশেই দেখা গেল বাংলার ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলিকে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন মমতা (Mamata Banerjee)
লন্ডনে ভারতীয় হাইকমিশনারকে নিজের আঁকা ছবি এবং লেখা কবিতার বই উপহার দিয়েছেন মমতা (Mamata Banerjee)। নিজের রাজ্যে বক্তব্য রাখার সময় অত্যন্ত সাবলীল ভঙ্গিতে, নিজস্ব মেজজেই ধরা দেন মুখ্যমন্ত্রী। তবে আজকের দিনটা বেশ অন্যরকম। আজ গোটা বিশ্ববাসী শুনবেন বাংলার এই অতি জনপ্রিয় মুখ্যমন্ত্রীর বক্তৃতা। আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিষয় হল, ‘সামাজিক উন্নয়ন- বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন’। বাংলায় নারী ক্ষমতায়ন নিয়ে তিনি কী বলেন তা শুনতে অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা।
আজকের বক্তৃতার জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন মুখ্যমন্ত্রী? সে কথা জানিয়ে তিনি নিজেই বললেন,’আজ বক্তৃতার জন্য আলাদা করে পড়াশোনা করিনি, জীবনের পথচলা থেকেই তৈরি আমি।’ একইসাথে তিনি বললেন,’আমি বক্তৃতা পারি না। আমি রান্না, ছবি, গান ভালোবাসি।’
আরও পড়ুন: হিন্দুরা কী করবে পুলিশের তা বলার অধিকার নেই! রামনবমীর আগে খোলা চ্যালেঞ্জ দিলীপের
বাংলায় দীর্ঘ লড়াই করে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে সমূলে উৎখাত করেছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাক্ষী থেকেছেন অনেক চড়াই উৎরাই-এর। কিন্তু এই বয়সে তাঁর হার না মানার জেদ প্রতি মুহূর্তে টক্কর দিচ্ছে রাজ্যের বিরোধী পক্ষকে। তবে নিজের রাজ্যের মানুষের কাছে তিনি একেবারে ঘরের মেয়ে।
এহেন ‘অগ্নিকন্যা’ লন্ডনের মাটিতে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে দাঁড়িয়ে বলেছেন, ‘বাপু, সংবিধানটা রক্ষা কোরো।’ আজ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সফরসঙ্গী হয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। এদিন তিনি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পথে রওনা দিচ্ছেন তখন সাংবাদিকদের তিনি বললেন, ‘আজ বক্তৃতার জন্য আলাদা করে পড়াশোনা করিনি। জীবনের পথচলা থেকেই তৈরি আমি। কেউ আমার কানে কানে কিছু বললেও সেই তথ্য মুখস্থ হয়ে যায়। মুখ্যসচিবকে জিজ্ঞাসা করুন। পড়াশোনায় আমি ফাঁকিবাজ হলেও সব খবর রাখি। সবসময় প্রস্তুত।’