বাঁকুড়ায় ৭২ হাজার কোটির বিনিয়োগ, প্রচুর কর্মসংস্থান! প্রশাসনিক সভা থেকে বড় ঘোষণা মমতার

বাংলাহান্ট ডেস্ক : এবার বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক থেকে বড়সড় বিনিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে বাঁকুড়া জেলায় ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন তিনি। এই ঘোষণা বাস্তবায়িত হলে যে এলাকায় বিপুল পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে তা বলাই বাহুল্য।

এদিন কিষাণ মান্ডির নিরাপত্তা নিয়ে কথা বলার সময় কিষাণ মান্ডিগুলিতে সিসিটিভি লাগানোর কথা বলেন মমতা। সেই সিসিটিভিতে নজরদারির জন্য লোক নিয়োগের কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘জব কার্ড থাকা সত্ত্বেও যাঁরা কাজ পান না, অথচ তাঁরা গরীব, স্বনির্ভর গোষ্ঠীর কার্ড থাকা সত্ত্বেও যাঁরা কাজ পান না, এমএ, বিএ পাশ করা সত্ত্বেও যাঁরা চাকরি পাচ্ছেন না, এই স্থানীয় লোকজনদের নেওয়া হচ্ছে না কেন এই কাজে?’

তিনি আরও প্রশ্ন তোলেন, ‘এঁদের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিলে কে প্রশ্ন করবে? যাঁরা প্রশ্ন তুলবে তাঁদের জিজ্ঞেস করুন গিয়ে। লোককে সঠিক কাজটা দেওয়া আমার কাজ? লোকে সঠিক দাম পাক এটা আমার কাজ? নাকি আইনের জায়গায় বেআইনি কাজ করাটা আমাদের কাজ? ইতিমধ্যেই অনেক কিছুই করা হয়েছে। বেকারত্ব ৪০% কমিয়েছি। কিন্তু আরও আছে। বাঁকুড়ায় ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে।’

এই বিনিয়োগের পর জেলায় বিপুল পরিমাণ কর্মসংস্থান বাড়বে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। এরপর প্রশাসনিক কর্তাদের উদ্দ্যেশ্যে বলেন, ‘একটি স্কিম বা পলিসি তৈরি করে আমাদের কাছে পাঠান। মন্ত্রীসভার বৈঠকে আমরা বিষয়গুলি দেখে নেব। সব কাজের জন্য একটা মূল্য নির্ধারণ করুন। ওই মূল্যেই সাধারণ মানুষকে দিয়ে কাজগুলি করাতে হবে।’ বলাই বাহুল্য এর আগে পুরুলিয়াতেই ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আপাতত সেই দিকে তাকিয়ে সুদিন ফেরার আশাতেই দিন গুনছেন জেলার মানুষ।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর