বাংলা হান্ট ডেস্কঃ পাহাড়ে জিটিএ (GTA) নির্বাচনে ফলপ্রকাশের পর এই প্রথম সেখানে পদার্পণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর পাহাড়ে হাজির হয়েই নিদারুণ কৌশলে উন্নয়নের রূপরেখা এঁকে দিলেন তিনি। পাহাড়কে আরো আকর্ষণীয় করে তোলার জন্য বিপুল পরিমাণে কর্মসংস্থানের পাশাপাশি আইটি হাব তৈরি করা প্রসঙ্গে এদিন মতপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন জিটিএ নির্বাচনে জয়ী সকল প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর কণ্ঠে ধরা পড়ে পাহাড়ে পানীয় জল সমস্যা থেকে শুরু করে কর্মসংস্থান এবং অন্যান্য একাধিক বিষয়। তাঁর দাবি, “আগামী দিনে আমরা এক নতুন দার্জিলিং গড়ে তুলব।” এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের উন্নতিসাধনের জন্য একাধিক ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আমরা পাহাড়ে ২০০ একর জমিতে একটি শিল্পনগরী গড়ে তুলব, যেখানে শপিং মল থেকে শুরু করে হোটেল, রিসোর্ট সবকিছুই হবে। এছাড়াও আমাদের নজরে রয়েছে আইটি হাব তৈরি। মূলত দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ে এগুলি গড়ে তোলা হবে।” তিনি আরো বলেন, “এখানে বহু মানুষ রয়েছে, যারা ফুটপাতে জিনিসপত্র বিক্রি করেন। তাদের জন্য বড় দোকান গড়ে তোলা লক্ষ্য আমাদের। এতে তারা যেমন কর্মসংস্থান পাবে, তেমন ভাবে পাহাড়ের যানজট এড়ানো অনেক সহজ হবে। এছাড়াও এডুকেশন হাবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ও পাবে পাহাড়।”
এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আধুনিক গাড়ি পার্কিং থেকে শুরু করে কার্শিয়াং-রোহিনী পর্যন্ত রোপওয়ে এবং হোমস্টে সহ অন্যান্য একাধিক পরিকল্পনার কথা উঠে আসে। তিনি বলেন, “আমাদের সরকার পাহাড়কে নতুনভাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এখানে বিভিন্ন সময় ভূমিকম্পের জন্য এলাকার ক্ষয়ক্ষতি হয়, তা মোকাবিলা করতে সরকার তৎপর। আমাদের বিশেষ নজরে রয়েছে পাহাড়ে পানীয় জলের সমস্যা। এর সমাধানের জন্য একাধিক কর্মসূচি নেওয়া হবে। এছাড়াও এখানকার মহিলারা যদি গাড়ি চালাতে ইচ্ছুক হন, তাহলে সে ক্ষেত্রে সরকার দ্বারা ঋণ দেওয়া হবে” স্বভাবতই, মুখ্যমন্ত্রীর এ সকল ঘোষণায় খুশি পাহারবাসী।