দেশ থেকে একজনকেও তাড়াতে দেব না, গোটা দেশে বিজেপিকে একঘরে করার আহ্বান মমতার

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরেই রাজ্যে পুরোভোট আর তারপরেই একুশে বিধানসভা নির্বাচন এ রাজ্যে। লোকসভা ভোটে হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের নানান কর্মসূচী পালিত হচ্ছে। আর সেই যুদ্ধে নাগরিকত্ব আইন আর এনআরসি-কে তো হাতিয়ার করেইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

mamata rally 1200 caa sashi

কলকাতায় প্রতিবাদ মিছিলের পর এবার জেলায় সিএএ এবং এনআরসি-র প্রতিবাদে বিক্ষোভ অভিযান শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পুরুলিয়ায় গিয়ে এক সমাবেশ থেকে তিনি গোটা দেশে বিজেপিকে একঘরে করার আহ্বান জানিয়েছেন । পুরুলিয়ারবাসীর সামনে গোটা দেশের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলা তথা এ দেশ থেকে একজনকেও তাড়াতে দেব না । আপনারা শুধু ভোটার তালিকায় নিজেদের নাম রয়েছে কিনা দেখে নিন ।’

বিজেপিকে রুখতে শক্ত হাতে লড়াই চালিয়ে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই বার্তা দিতে রবিবার ঝাড়খন্ডের নয়া মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথগ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা । বিজেপি বিরোধী জোট গড়ে সিএএ এবং এনআরসিকে বাংলায় তথা ভারতের অনান্য রাজ্যে না হতে দেওয়ার জন্য লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে ।  সবেমাত্র এনপিআর চালুর কথা ঘোষণা করেছে মোদি সরকার । এনআরসি-র প্রথম ধাপ এনপিআর । বাংলায় কোনওভাবেই এনপিআর হবে না , এদিন আরও একবার স্পষ্ট জানিয়ে দিলেন মমতা ।

এদিকে পুরুলিয়া জেলা সফরে গিয়ে নিজের দলের লোকদেরও হুঁশিয়ার করলেন দলনেত্রী । জেলায় এত কাজ হওয়া সত্ত্বেও মানুষ কেন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । স্থানীয় বিধায়ক থেকে শুরু করে  সেখানকার দলের নেতা-নেত্রীদের উপর ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো । জনসংযোগের ঘাটতি রয়েছে পুরুলিয়ায় । দলকে আরও চাঙ্গা হবে হবে । সে কথাই ঠারেঠোরে বুঝিয়ে দিলেন দলের নেত্রী । হারানো জমি ফেরত পেতে জনসমর্থন ফিরে পেতেই হবে , এমনটাই ইঙ্গিত তাঁর ।

 

 

 

 

সম্পর্কিত খবর