দেবের ঘাড়ে গ‍্যাস সিলিন্ডারের রেপ্লিকা! একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে তুলোধনা করলেন মুখ‍্যমন্ত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একুশে জুলাইয়ের মঞ্চে দেবকে সঙ্গে নিয়ে বিজেপিকে আক্রমণ শানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (Mamata Banerjee)। তৃণমূল কর্মীদের আনা বিভিন্ন প্ল‍্যাকার্ড, রেপ্লিকার থেকে একটি গ‍্যাস সিলিন্ডারের রেপ্লিকা তুলে নিয়ে দেবের (Dev) কাঁধে চাপালেন সেটা। তারপর সাংসদ অভিনেতাকে পাশে নিয়েই জ্বালানির উত্তরোত্তর মূল‍্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হলেন মুখ‍্যমন্ত্রী।

এদিন শুরু থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হতে দেখা যায় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে। তিনি দাবি করেন, বিজেপি সব রাজ‍্যে সরকার ভাঙছে। কারণ ওরা দেশটাকে নিজেদের মুঠোয় আনতে চায়। বাংলাতেও সরকার ভাঙার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তৃণমূল থাকলে কন‍্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ‍্যসাথী, পেনশন ভাতা সব পাবেন বলে আশ্বাস দেন মুখ‍্যমন্ত্রী।


বাংলায় বিজেপি জিততে পারেনি বলে ভাতে মারার চেষ্টা করছে, অভিযোগ করেন মুখ‍্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দেয় না। দিল্লি গিয়ে ঘেরাও করবেন বলেও হুঁশিয়ারি দেন মমতা। এদিন মঞ্চে আরো একটি কাণ্ড ঘটিয়েছেন মুখ‍্যমন্ত্রী।

ডোমজুড় থেকে আসা এক তৃণমূল কর্মীর তৈরি গ‍্যাস সিলিন্ডারের রেপ্লিকা নজর কাড়ে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের। সঙ্গে সঙ্গে সেটাকে মঞ্চে তোলার নির্দেশ দেন তিনি। ডেকে নেন সাংসদ অভিনেতা দেবকে। তাঁকে নির্দেশ দেন রেপ্লিকাটি তুলে ধরতে।


দেব সেটা কাঁধে নিয়ে দাঁড়াতে মুখ‍্যমন্ত্রী কেন্দ্রের উদ্দেশে কটাক্ষ করেন, গ‍্যাস সিলিন্ডার দেবের উচ্চতার সমান হয়ে গিয়েছে। ক্রমাগত গ‍্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মধ‍্যবিত্তের নাভিশ্বাস উঠছে। এর আগে একাধিক বার জ্বালানির মূল‍্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মেয়র ফিরহাদ হাকিমের স্কুটারের পেছনে বসে অভিনব প্রতিবাদ করেছিলেন তিনি। এবার দেবকে ‘বাহুবলী’ বানালেন মুখ‍্যমন্ত্রী।

X