পেনশন বন্ধ করে DA দেব নাকি? বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ডিএ (DA) ইস্যুতে ধুন্ধুমার দশা রাজ্যে। বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান সোমবার ৩৯ তম দিনে পড়ল। আর এদিনই বিধানসভা থেকে হাঁটতে হাঁটতে শহিদ মিনারে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুধু বিজেপি নয়, এর কিছুক্ষন বাদেই যৌথমঞ্চের অবস্থানে গিয়ে হাজির হন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। অন্যদিকে সোমবারই বিধানসভায় নিজের বক্তৃতায় ডিএ ইস্যুতেই বিরোধীদের উদ্দেশে তোপ দেগে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

   

ঠিক কী বললেন তৃণমূল সুপ্রিমো? সোমবার বিধানসভায় বিরোধীদের উদ্দেশে প্রশ্ন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভারতবর্ষের কোনও রাজ্য এখন অবসরপ্রাপ্তদের পেনশন দেয় না। শুধু আমরা দিই। তাহলে কি পেনশন বন্ধ করে ডিএ দেব?’ তার কথায়, ‘পেনশন না দিলে রাজ্য সরকারের হাতে অনেক অনেক টাকা থাকবে। সেই টাকায় ডিএ দিতে পারব।’

mamata

মুখ্যমন্ত্রীর সংযোজন, যতটা সম্ভব রাজ্য সরকার দিয়েছে। ডিএ কোনও বাধ্যবাধকতার বিষয় নয় যে দিতেই হবে। পাশাপাশি মমতা এও বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের স্কেল আলাদা। তাই এই দুটিকে এক করলে চলবে না। প্রসঙ্গত, বহুদিন ধরে ডিএ ইস্যুতে উত্তপ্ত বাংলার পরিস্থিতি। সেই আগুনে ঘি পড়ে গতমাসে রাজ্য সরকারের বাজেট পেশের পর।

বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছিল রাজ্য সরকার। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সরকারি কর্মীরা। তাদের কথায়, ৩ শতাংশ ডিএ আসলে ভিক্ষার সমান। কেন্দ্রের সাথে সমহারে বকেয়া ডিএ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি আগামী ১০ মার্চ কেন্দ্রীয় হারে ডিএ মেটানো-সহ একাধিক দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মীরা। প্রসঙ্গত, জানিয়ে রাখি, ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। আগামী ১৫ মার্চ সেই মামলার শুনানির কথা রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর