অসন্তোষ! I.N.D.I.A জোটের বৈঠকে গরহাজির মমতা, কারণ সামনে আসতেই শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা ভোট (Loksabha Election)। রবিবার থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী। তার আগে ইন্ডিয়া জোটের ‘হাইভোল্টেজ’ ভার্চুয়াল বৈঠকে (INDIA Alliance Meeting) গরহাজির তৃণমূল (Trinamool Congress)। সকাল ১১টায় ভার্চুয়াল মিটিং হলেও জোড়াফুলের পক্ষ থেকে কেউ হাজির হলেন না সেই মিটিং এ। জানা গিয়েছে একেবারে শেষ মুহূর্তে জানানোয় অসন্তুষ্ট তৃণমূল শিবির। তাই পূর্ব নির্ধারিত অন্য কর্মসূচি থাকায় মিটিং এ জুড়ল না মমতার (Mamata Banerjee) তৃণমূল।

লোকসভা ভোটের আগে রণকৌশল ঠিক করতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই শোনা যাচ্ছিল। লোকসভায় বিজেপির বিরুদ্ধে কোন স্ট্র্যাটেজিতে বিরোধীরা? মোদীকে আসন থেকে সরাতে কি স্ট্র্যাটেজি নেওয়া হবে? পাশাপাশি কোন রাজ্যে কী হিসাবে আসন ভাগাভাগি হবে, সেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয় লোকসভা নির্বাচনে বিরোধীদের নেতৃত্ব কে দেবে সেই নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

   

তৃণমূলের পাশাপাশি ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে এখনও যোগ দেননি উদ্ধব ঠাকরে। বৈঠকে রয়েছেন ১৪ বিরোধী দলের নেতারা। সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, আম আদমি পার্টির অরিবন্দ কেজরিওয়াল, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে শরদ পাওয়ার, স্ট্যালিন, ইয়েচুরিরা যোগ দিয়েছেন জোটের বৈঠকে।

বৈঠকে আসন বণ্টনের পাশাপাশি জোটের কো-অর্ডিনেটর তৈরির মত গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। তবে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ এই বৈঠকে কেন তৃণমূল কংগ্রেস যোগ দিল না সেই প্রশ্ন উঠছে। জানা গিয়েছে একেবারে শেষ মুহূর্তে বৈঠকের কথা জানানোয় তৃণমূল সুপ্রিমোর তাতে যোগ দেওয়া সম্ভব হয়নি। দল জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলেও এদিন মুখ্যমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। সেসব পরিবর্তন করতে পারবেন না বলেই বৈঠকে যোগ দিতে পারেননি মমতা। এমনকী দলের কোনও প্রতিনিধিও এই বৈঠকে যোগ দেয়নি।

india alliance sixteen nine

আরও পড়ুন: ‘মুমতাজ বেগম, গেরুয়া রঙ দেখলেই ক্ষেপে ওঠে’ বাংলায় সাধু হেনস্থার ঘটনায় মমতাকে তোপ রামমন্দিরের প্রধান পুরোহিতের

প্রসঙ্গত, এর আগে ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য খড়্গের নাম সামনে রেখেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতার প্রস্তাবে সবাই সায় না দিলেও এদিনের ভার্চুয়াল বৈঠকে গেরুয়া শিবির এবং NDA-র বিরুদ্ধে বিরোধীদের নেতৃত্বদানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের নামেই সকলের সায় মিলেছে বলে সূত্রের খবর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর