যেমন কথা তেমন কাজ! সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধানকে, বুধেই অ্যাকশন মমতার 

বাংলা হান্ট ডেস্ক: যেমন কথা তেমন কাজ! কথা মতোই বুধেই অ্যাকশন মুডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। আজই রাজ্য পুলিশের সবথেকে চারটে গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়ে গেল। সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধান রাজাশেখরনকে।

রাজ্যের গোয়েন্দা প্রধানকে সরালেন মমতা (Mamata Banerjee)

গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়েই তাঁকে পাঠানো হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি আইজিপি ট্রেনিং পদে। আজ দুপুরেই নবান্নের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। তবে সেখানে এখনও পর্যন্ত নতুন গোয়েন্দাপ্রধানের উল্লেখ নেই। তবে প্রশাসনিক সূত্রে খবর আর মাত্র  কয়েক ঘণ্টার মধ্যেই সেই নিয়োগ সেরে ফেলা হতে পারে।

প্রসঙ্গত আরজি কর কান্ডের পর রাজ্যে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে। তারপর খানিক চাপের মুখেই কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধানের দায়িত্বে থাকা মুরলীধর শর্মাকে সরিয়ে দিয়েছিল রাজ্য সরকার। আর এবার মমতার (Mamata Banerjee) সরকারের কোপের মুখে রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান।

আরও পড়ুন: প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কল্যাণের! সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিল … তোলপাড়!

পরবর্তীতে রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। নবান্নের সভাঘরে রাজ্য পুলিশ ও সিআইডি-র একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিতেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)। রাজ্যের ডিজির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি সিআইডি রদবদল করব। পুরোটাই। আর যাঁর যাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অভিযোগ পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যা কথা বলেও অভিযোগ করে। অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কড়া পদক্ষেপ করো। কেউ তাতে বাধা দেবে না। আর কেউ বাধা দিলে আমি শুনবও না।’

Mamata Banerjee

উল্লেখ্য  নভেম্বরের তৃতীয় সপ্তাহেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন। কথা মতোই ডিসেম্বর মাস পড়তে না পড়তে শুরু হয়ে গেল সেই কাজ। প্রসঙ্গত রাজশেখরন ছাড়া আরও কয়েকটি বদলি হয়েছে পুলিশ-প্রশাসনে। দোয়ামনটি সেনকে রাজ্য পুলিশের ট্রেনিং থেকে এডিজি আইজি পলিসি মেকিং পদে পাঠানো হয়েছে। আবার ওই পদে থাকা  রাজীব মিশ্রকে এডিজি আইজি অর্গানাইজেশন এবং মর্ডানাইজেশন পদে আনা হয়েছে। তবে রাজ্য পুলিশ সূত্রে খবর, এটা একটা রুটিন রদবদল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর