নবান্নে সাংবাদিক বৈঠকে নতুন খাদ্যসচিব নিয়োগ মুখ্যমন্ত্রীর

Published On:

রাজ্যে করোনা নিয়ে একাধিক দায়িত্ব পালন করতেই দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে গতকাল খাদ্যসচিব মনোজ আগরওয়াল এর ওপর রেগে তাঁকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় । রেশন নিয়ে বিশৃঙ্খলার ঘটনা বেশি কিছু দিন ধরেই তিনি শুনতে পাচ্ছিলেন। আর এরপরে তিনি ক্ষোভ উগরে দেন।

গতকাল নবান্নে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রাগ দেখান তিনি, এরপরে সাংবাদিক বৈঠকে নতুন খাদ্যসচিব নিয়োগ করার কথা জানান মুখ্যমন্ত্রী। পারভেজ আহমেদ সিদ্দিকী হতেই চলেছেন নতুন খাদ্যসচিব। ৬ মাস বিনামূল্যে রেশন দেওয়া হবে। এক মাসের চাল একসঙ্গে রেশনে দিয়ে দেওয়া হবে। আর নতুন খাদ্য সচিব করার কারণ এটাই। যাতে আর খাদ্য সংকটে মানুষ না পড়ে তিনি সেই চেষ্টা করছেন আর করবেন বলেও জানান।

রেশন দোকান নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। ৯০ শতাংশ মানুষ এক মাসের চাল পেয়েছেন। কিন্তু নির্দেশ সত্ত্বেও ১০ শতাংশ মানুষ অর্ধেক রেশন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেনকরোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন হচ্ছে বোঝা যাচ্ছে না। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে ৮ হাজার। আগামী তিন মে পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন।

X