বাংলাহান্ট ডেস্ক : আর জি কর ধর্ষণকাণ্ড নিয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি। ইতিমধ্যেই বাংলা সহ গোটা দেশজুড়ে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ। এবার আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে নবান্ন অভিযানের ডাক দিল ছাত্রসমাজ। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে এই মর্মে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পোস্টে লেখা, “দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ।” এছাড়াও এই পোস্টে লেখা হয়েছে, আগামী ২৬ শে আগষ্টের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পদত্যাগ না করলে, ২৭ শে আগস্ট দুপুর ২ টোয় ছাত্র সমাজ নবান্ন অভিযান করবে। এছাড়াও উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেককে পরিবারের অন্তত একজন সদস্যকে নিয়ে এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মমতার (Mamata Banerjee) পদত্যাগের দাবিতে শোরগোল
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে করা এই পোস্টে আরো লেখা হয়েছে, এই অভিযানে কোনও রকম অশান্তি কাম্য নয়। পুলিশকেও বার্তা দেওয়া হয়েছে এই অভিযানে পাশে থাকার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ জানান, তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন এই অভিযানে যদি সেখানে কোনও দলীয় পতাকা না থাকে। ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন করছেন বলেও শুভেন্দু জানান।
আরোও পড়ুন : জাস্ট একটা ভুল,সব শেষ! দেনায় ডুবে গেছিল সংস্থা, তছনছ হয়ে যায় ‘ইনভার্টার ম্যান অফ ইন্ডিয়া’র জীবন
সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, ‘জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযান হোক।’ তিনি বলেন, ‘নির্যাতিতার বাবা এক বার নবান্ন অভিযানের ডাক দিন, সবাই বেরোবে। তাঁকে আসতে হবে না, তিনি বয়স্ক মানুষ, শোকাতুর অবস্থায় রয়েছেন। জাতীয় পতাকা নিয়ে এক বার শুধু ডাকটা দিন তিনি। বাকিটা আমরা করে দেব জাতীয় পতাকা নিয়ে।’
আরোও পড়ুন : বড় অ্যাকশন সরকারের! সেপ্টেম্বরেই ফের বাড়বে DA, খুশির রেশ কর্মচারীদের মধ্যে
যদি তাঁকে যথাযথ সম্মান দিয়ে কোথাও আহ্বান জানানো হয় তিনি আর জি কর ঘটনার (RG Kar Case) প্রতিবাদে সামিল হবেন। রাজ্য সরকারের তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তীব্র সমালোচনা করে এদিনই বিরোধী দলনেতা বলেন, ‘রাজ্য সরকার বলছে, রাত মহিলাদের জন্য নিরাপদ নয়। এই লজ্জা রাখার কোনও জায়গা আছে?’
তিনি আরোও বলেন, ‘যেখানে সংসদে, বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বাড়ির মালিকানা দেওয়া হচ্ছে, সেখানে এই রাজ্য সরকার বলছে মহিলাদের রাতে ডিউটি করার প্রয়োজন নেই? মহিলাদের যে রাতে নিরাপত্তা নেই, সেটা সরকার নিজেই বলছে নবান্ন থেকে? এরপরে হয়তো বলবে দিনের বেলাতেও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না!’