বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। হাতে আর সময় নেই বেশি দিন। এখন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জোড়া ফুলশিবির। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভা থেকে এবারের নির্বাচনে ২১৫-টিরও বেশি আসনে জয়লাভ করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
BJP-র দিল্লি জয়ের সিক্রেট ফাঁস করলেন মমতা (Mamata Banerjee)
প্রতিপক্ষ যেহেতু বিজেপি তাই লড়াইটা অতটাও সহজ হবে না! তাছাড়া প্রতিপক্ষকে দুর্বল ভাবাও কোনো কাজের কথা নয়! গেরুয়া শিবির এখনও পর্যন্ত বাংলায় তাঁদের শক্ত ঘাঁটি তৈরী করতে না পারলেও সারা দেশের নিরিখে এখনও পর্যন্ত উইনিং স্ট্রাইকে রয়েছে তাঁরা। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ,ছত্তিশগড়ের পর সম্প্রতি দিল্লি জয় করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু বিজেপির এই জয়লাভের পিছনে আসল রহস্য কি? এবার সেটাই ফাঁস করলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির এই জয়লাভের পিছনে, এবার নতুন তথ্য খাড়া করলেন তিনি।
দলীয় কর্মীদের সতর্ক করে দিয়ে ‘ভুতুড়ে ভোটার’ তালিকা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন বললেন, ‘ভয় পাবেন না। ভোটার লিস্ট পরিষ্কার করতে হবে। একটা এজেন্সিকে দিয়ে এই সব ভোটার তৈরি করা হয়েছে…।’ মুখ্যমন্ত্রী জানালেন, ‘সম্ভবত, অ্যাসোসিয়েশন অব বিলিয়ন মাইন্ড বলে কোম্পানি আছে। কোম্পানি ইন্ডিয়া ৩৬০ নামে অনেক এজেন্সি খুলেছে। ওরা ডেটা অপারেটারদের কাছে গিয়েছে।’ এরপরেই এদিন এক বিস্ফোরক দাবি করে তিনি জানান, ‘বাংলার মানুষ যাতে ভোট দিতে না পারেন, তাই বাইরের রাজ্যের লোকের নাম তুলেছে ভোটার লিস্টে। আধার কার্ড কেলেঙ্কারি করা হয়েছে। বাংলার এপিক কার্ডে পঞ্জাব-রাজস্থান-বিহারের লোকের নাম তুলেছে।’
এখানেই শেষ নয় মমতার (Mamata Banerjee) আরও দাবি তিনি ওদের খেলা ধরে ফেলেছেন। কিন্তু কীভাবে? এদিন তৃণমূল নেত্রী দাবি করেছেন, বাংলার ভোটারের তালিকায় ভিন রাজ্যের বাসিন্দাদের নাম রয়েছে। তালিকায় রয়েছে হরিয়ানার বাসিন্দাদের নাম। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশ্ন,’এখানে কি বহিরাগত সংস্কৃতি চলবে? এখানে জাগরণ করতে হবে। ওরা বাংলা দখল করতে চায়। গঙ্গারামপুরের ভোটার লিস্টে ঢেলে জালিয়াতি করেছে। এমন কেস আছে সব জেলাতেই।’ এরপরেই তিনি বলেন, ‘সব হরিয়ানার বাসিন্দায় ভর্তি। নাম ঢোকানো হয়েছে ভোটার লিস্টে। এইসব করে দিল্লি-মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে না পারলেও আমরা ধরে ফেলেছি।’
ভোটারদের কাছে তৃণমূল সুপ্রিমোর আর্জি, ‘বাংলার মানুষকে অনুরোধ করব আপনারা দয়া করে ভোটার লিস্ট দেখে নিন। নয়ত এনআরসি-সিএএ করবে। নইলে, আপনাকে ছাঁটাই করে দেবে। ডেটা অপারেটরদের দিকে নজর রাখুন। অনেক জায়গায় মিষ্টির প্যাকেট যাচ্ছে’। তবে সবাইকে আশ্বস্ত করে এদিন মুখ্যমন্ত্রী জানালেন, ‘এত চিন্তা করবেন না। ওদের আয়ু তিন মাস। বাংলায় একমাত্র তৃণমূল কংগ্রেস টিকে থাকবে। আবার খেলা হবে। ২০২৬-এর খেলা আরও জোরে হবে।’