বাংলা হান্ট ডেস্কঃ আত্মহত্যা না খুন? সিবিআই (CBI) হেফাজতে অভিযুক্ত লালন শেখের (Lalan shekh) মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় বঙ্গ। সোমবার বিকেলে লালন শেখের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী৷ একদিকে সিবিআই এর দাবি, আত্মহত্যা করেছে লালন , অন্যদিকে তাঁর পরিবারের অভিযোগ খুন করা হয়েছে লালনকে। ফলে কার্যতই লালনের মৃত্যু নিয়ে জমেছে ধোঁয়াশার কালো পাহাড়। এরই মধ্যে লালনের রহস্যমৃত্যু প্রসঙ্গে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।
বর্তমানে ভাইপো অভিষেকের সাথে পাহাড়ের রাজ্য মেঘালয় সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। চলছে ২০২৩ মেঘালয় বিধানসভা জয়ের প্রয়াস। সেখানেই শিলংয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। লালন মৃত্যু প্রসঙ্গে প্রশ্ন তোলেন, কী ভাবে সিবিআই হেফাজতে এক জনের মৃত্যু হতে পারে!
ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী?
সিবিআই হেফাজতে লালনের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘‘ধিক্কার জানাই এই ঘটনাকে। সিবিআই যদি এত স্মার্ট হয়, কেন হেফাজতে তাঁর মৃত্যু হল? ওদের সমস্ত ডিটেলস নিতেই হবে।’’ পাশাপাশি তিনি জানান, এই বিষয়টি নিয়ে সরব হবেন। নেত্রী বলেন ‘‘ওঁর স্ত্রী এফআইআর করেছেন। আমরাও ইস্যুটি তুলব।’’
প্রসঙ্গত, গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ছুড়ে দুষ্কৃতীরা খুন করে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদুকে। সেই খুনের পরই রাতে বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার জেরে মৃত্যু হয় ১০ জনের। এরপর কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। লালনের বিরুদ্ধে বগটুইয়ে আগুন লাগানোর অভিযোগ ছিল। চলতি মাসেই ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয় লালনকে।
এরই মধ্যে সোমবার বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ শিবিরের শৌচালয়ে গিয়ে গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী হন লালন, এমনটাই জানানো হয় সিবিআই তরফে। লালনের মৃত্যুর সময় সিবিআই শিবিরে ছিলেন মাত্র এক জন কেন্দ্রীয় জওয়ান! ফলে স্বাভাবিকভাবেই তাঁর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে এই মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন শাসক দলের বহু নেতা। আপনাদের আরও জানিয়ে রাখি ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই এর বিরুদ্ধে আদালতে দায়ের হয়েছে মামলা। লালন মৃত্যুর রহস্য আগামীদিনে কোন দিকে ঘনীভূত হয় সেটাই এবার দেখার বিষয়।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা