‘এবার INDIA লড়বে বিজেপির বিরুদ্ধে, দেখে নেব!” জোট করেই হুঙ্কার মমতার

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪-র লক্ষ্যে এবার বড়সড় চাল দিল বিরোধীরা। ২০১৯-এ যা হয়নি, এবার পাঁচ বছর পর সেটাই করতে উদ্যোগী কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল বাম সহ বিজেপি বিরোধী সব দলগুলি। আর সেই উপলক্ষেই এদিন কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে বিরোধী দলের গুরুত্বপূর্ণ বৈঠকও হয়ে গেল। সবথেকে বড় বিষয় হল, এই বৈঠকে বিরোধী জোটের নামও ঠিক হয়ে গিয়েছে।

এবার বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন UPA জোটের লড়াই হবে না। এবার বিজেপির বিরুদ্ধে লড়বে INDIA। হ্যাঁ ঠিকই শুনেছেন বিরোধীদের নতুন জোটের নাম রাখা হয়েছে INDIA। যার পুরো নাম হল, ‘Indian National Developmental Inclusive Alliance”। এবার নতুন এই জোট গড়েই বিজেপিকে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি ব্যাঙ্গালুরু থেকে বিজেপিকে আক্রমণ করে বলেন, গণতন্ত্রকে কেনার চেষ্টা হচ্ছে। ভাজপা ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে? UPA অতীত, NDA-এও বেশীদিন টিকবে না। কেন্দ্রের একটাই লক্ষ্য, সেটা হল সরকার কেনাবেচা করা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেন, পারলে ব্যাঙ্গালুরু থেকে লড়াই করে দেখান।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা দেশপ্রেমিক, আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে INDIA নিয়েই। আমাদের সমস্ত কর্মসূচিই INDIA-র ব্যানারে হবে। ভারতকে বাঁচাবে INDIA। তিনি আরও বলেন, কেউ যদি বিরোধী দলকে সমর্থন করে, তাহলে তারপরের দিনই তাঁর বাড়িতে ED-CBI এর হানা হয়।

উল্লেখ্য, ব্যাঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠক সম্পন্ন হয়েছে। এবার বিরোধীরা আগামী দিন বিজেপি শাসিত মহারাষ্ট্রেও বৈঠক করবেন। সেখান থেকে নতুন জোটের নীল নকশা স্থির করা হবে। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে ফেভারিট বলে আখ্যা দিয়েছেন। যদিও প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা এখনো ঠিক হয়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর