সাবধান! আরেকটু পর থেকেই হঠাৎ পাল্টে যাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে সতর্কতা জারি

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর (Meteorological Department) জারি করল সতর্কতা। বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আইএমডি আজ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই চার জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

এছাড়াও হাওয়া অফিস জানিয়েছে এই জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। মৌসম ভবনের পক্ষ থেকে আজ দুপুরে একটি বুলেটিনে জানানো হয়েছে, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা ও পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অপরদিকে একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গের মানুষ নাজেহাল। অবিরাম বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। জল জমে আছে বিভিন্ন এলাকায়। রীতিমতো বিপর্যস্ত হয়ে গিয়েছে জনজীবন। আজ হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিনে কিছুটা হলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

rainfall rep1 1660152937

তবে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার , জলপাইগুড়িতে। বঙ্গোপসাগরের উপর তৈরি হতে থাকা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অন্যতম চিন্তার কারণ আবহাওয়াবিদদের। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব উড়িষ্যা ও ঝাড়খন্ডেই মূলত পড়বে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর