এই কলেজ থেকে পড়াশোনা করেছেন রতন টাটা! এখানকার ফি জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) অন্যতম সফল শিল্পপতি হলেন রতন টাটা (Ratan Tata)। তাঁকে চেনেন না এমন ভারতীয় রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। তাঁর সহজসরল অনাড়ম্বর জীবনযাপন খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। শুধু তাই নয়, একাধিক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত থাকেন এই বর্ষীয়ান শিল্পপতি। এছাড়াও, দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যেও সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। আর সেই কারণেই যত দিন এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে রতন টাটার অনুরাগীর সংখ্যা।

পাশাপাশি তাঁর সম্পর্কে জানতেও আগ্রহ প্রকাশ করেন সকলে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা রতন টাটা যে বিখ্যাত কলেজটি থেকে পড়াশোনা করেছেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। প্রথমেই জানিয়ে রাখি যে, রতন টাটা ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই একজন আর্কিটেক্ট হওয়ার স্বপ্ন দেখলেও তাঁর বাবা নাভাল টাটা চেয়েছিলেন যে, রতন একজন ইঞ্জিনিয়ার হন।

এমতাবস্থায়, ১৯৫৯ সালে রতন টাটা কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করার পরে তিনি একটি ইন্টার্নশিপ করেছিলেন। আর তারপরেই রতন টাটা ১৯৬১ সালে যোগ দিয়েছিলেন টাটা গ্রুপে। প্রসঙ্গত উল্লেখ্য যে, কর্নেল বিশ্ববিদ্যালয় নিউইয়র্কের ইথাকা শহরে অবস্থিত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ১১৬ টি দেশ থেকে পড়ুয়ারা পড়তে আসেন।

১৮৬৫ সালে এজরা কর্নেল এবং অ্যান্ড্রু ডিক্সন হোয়াইট এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এটি মূলত একটি অসাম্প্রদায়িক শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ এখানে ধর্ম এবং বর্ণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। এমতাবস্থায়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩-এ এই বিশ্ববিদ্যালয় ২০ তম স্থানে রয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় একাধিক এমবিএ প্রোগ্রাম উপলব্ধ করে। যেগুলির প্লেসমেন্ট রেট হল ১০০ শতাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য যে ইউএস নিউজ সর্বশ্রেষ্ঠ বিজনেস স্কুলগুলির মধ্যে কর্নেল ইউনিভার্সিটিকে ১৫ তম স্থানে রেখেছে। পাশাপাশি কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ২০২২ অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় ২১ তম স্থানে এবং টাইমস হায়ার এডুকেশন অনুসারে এটি ২২ তম স্থানে রয়েছে বলেও জানা গিয়েছে। এদিকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে খরচ ঠিক কতটা হয়।

খরচ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কর্নেল ইউনিভার্সিটিতে এমবিএ পড়তে গেলে খরচ হবে ৪৪.৩৫ লক্ষ টাকা। পাশাপাশি বিটেকের ক্ষেত্রে খরচ হবে ৪৫.৬৩ লক্ষ টাকা। মূলত, এই বিশ্ববিদ্যালয়ে কোর্স অনুযায়ী খরচও বিভিন্ন রকম হয়। এদিকে এই ইউনিভার্সিটি থেকে, ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের জন্য পড়ুয়াদের দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হয়। পাশাপাশি আপনি যদি মাস্টার্স-এর ক্ষেত্রে এখানে পড়তে যান সেক্ষেত্রে আপনাকে চার বছরের ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করতে হবে।

Ratan Tata studied from this college

আবেদন প্রক্রিয়া: কর্নেল বিশ্ববিদ্যালয় পড়াশোনার ক্ষেত্রে আবেদন করতে গেলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়। সেখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার পর সাইন ইন করে যে কোর্সটি পড়ুয়া করতে ইচ্ছুক সেটিকে নির্বাচন করে নিতে হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর