আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গর্জে উঠলেন মমতা ব্যানার্জি, প্রশ্ন তুললেন- বাংলাকে কেন বঙ্গাল বলব

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)। এই উপলক্ষ্যে দেশপ্রিয় পার্কে তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এদিন পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রসঙ্গ থেকে শুরু করে বিরোধীদের আক্রমণ করতে শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।

গতকালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যখন অনুষ্ঠানে তাঁর মূল্যবান বক্তব্য রাখছিলেন, তখন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CBI তদন্ত শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ভাষা দিবসের অনুষ্ঠানে এই প্রসঙ্গ এড়িয়ে অন্যভাবে বিজেপিকে আক্রমণ করছেন।

hbbvjbjb

এদিনের অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার কেউ বড় হতে চাইলেই, তাঁকে টেনে হিঁচড়ে নীচে নামানো হয়। এমনকি রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, নেতাজিকেও ছেড়ে দেওয়া হয়নি। বাংলাকে বঙ্গাল কেন বলব? চার বছর হয়ে গেল, আমি পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু প্রথম থেকেই বাংলার প্রতি বঞ্চনা করা হয়েছে’।

মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের নাম কেন বাংলা রাখা যাবে না? বাংলাদেশ রয়েছে বলে আর বাংলা করা যাবে না? ওটা তো দেশ, আর আমরা তো রাজ্যের নাম বাংলা রাখার কথা বলছি। দেখুন, পাকিস্তানেই তো পাঞ্জাব আছে, তাহলে ভারতে কি করে থাকল?’

এরপরই বিরোধীদের দিকে হুমকির সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘দেহে যতক্ষণ প্রাণ আছে, আমি আপনাদের এইসমস্ত ধমকানি-চমকানিতে ভয় পাব না। এত সহজে আমাদের মেরুদণ্ড ভাঙ্গতে পারবেন না। এই একুশেই খেলা হবে, আর দেখবে কার কত জোর, আমি গোলরক্ষক থাকব। জেলে পাঠালেও সেখান থেকে আওয়াজ তুলব জয় বাংলা। ভাষাই আমাকে লড়তে শিখিয়েছে। নেংটি ইঁদুরকে দেখে ভয় না পেয়ে বাঘের মত লড়তে শিখিয়েছে’।


Smita Hari

সম্পর্কিত খবর