NRC নিয়ে পথে নেমেও দিল্লি গিয়ে ভোল বদল মমতার, বললেন ‘নাগরিকপঞ্জি কংগ্রেসের আমলে শুরু’

 

বাংলা হান্ট ডেস্ক : নাগরিকপঞ্জি নিয়ে মমতা বরাবরই পশ্চিমবঙ্গে একটি বিরোধী হাওয়া তৈরি করতে চেয়েছেন বারংবার পথে নেমেছেন। একই ইস্যুতে একইসঙ্গে দিল্লি থেকে ফিরে মমতা বলেন,”অসমের নাগরিকপঞ্জি কংগ্রেসের আমলে শুরু হয়েছিল।”

এর আগে বারংবার দিল্লিতে তাকে আমন্ত্রণ করা হলেও তিনি স অনুষ্ঠানগুলোতে যোগ দেননি। এমনকি মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি যোগ দেননি নীতি আয়োগ এর গুরুত্বপূর্ণ বৈঠক গুলিতে তার দলের সদস্যরাও এমনকি আধিকারিকরা যোগ দেবার জন্য নিমরাজি থেকেছেন।

কিন্তু যখনই রাজীব মামলা অক্টোপাসের মতো চেপে ধরেছে তার রাজনৈতিক পরিবারকে, তখনই তিনি একাধিকবার দিল্লির দরবারে গিয়েছেন কিন্তু এর পিছনে আসল রহস্য কি তা জানবার জন্য উৎসুক পশ্চিমবঙ্গের জনতা বারবার তাকিয়ে থেকেছেন পরবর্তী নীতির দিকে।

MamataModi 1

সিবিআই কখনো তৎপর হয়েছেন কখনো আবার অতি ধীরগতিতে কচ্ছপের মতো চলতে আরম্ভ করেছেন।এই সব ইস্যুতে সরব হয়েছেন বিরোধীরা।

কিন্তু আসামে এনআরসি নিয়ে একাধিকবার আন্দোলনে নেমেছে বিভিন্ন সংগঠন তখন গর্জে উঠেছেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক বরাবরই একটা ভোটের ক্ষেত্রে নির্ণায়ক শক্তি হয়েছিল। অর্থ মানে ও সেই শক্তিকে কাজে লাগাতে চান বর্তমান তৃণমূল কংগ্রেস হয়তো বারবার এনআরসি নিয়ে পথে নেমেছেন। সেই সমস্ত বিষয় প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে ও পাশে থাকবার জন্য।

কিন্তু দিল্লী যাবার আগে যে মুখ্যমন্ত্রীর একরূপ ধরা পড়েছিল সাংবাদিক তথা পশ্চিমবঙ্গের জনসাধারণের কাছে, দিল্লী পৌছেই মোদির সাথে বৈঠকের পরেই সে চিত্রটা কেমন জানি এক রামধনুর মতো বদলে গেল। হঠাৎ তিনি বলেছিলেন এনআরসি নিয়ে কোনো কথা হয়নি, পরে তিনি তার জায়গা থেকে সরে এসে ড্যামেজ কন্ট্রোলএর চেষ্টা করেছেন।

দেখার বিষয় এই যে এনআরসি নিয়ে দ্বিতীয় ক্ষেত্রে কতটা সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস আর যে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক সেই দিকেই তাকিয়ে।

সম্পর্কিত খবর