বাংলাহান্ট ডেস্ক: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) প্রয়াণের সঙ্গে সঙ্গে শেষ হল বাংলা গানের স্বর্ণযুগ। দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাংলা সঙ্গীত জগৎ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভারাক্রান্ত মনে জানিয়েছেন, ‘অগ্রজা’কে হারিয়েছেন তিনি।
সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান, সন্ধ্যা মুখোপাধ্যায় যে এভাবে চলে যাবেন সেটা তিনি ভাবতেই পারেননি। মঙ্গলবারই তাঁর কাছে খবর আসে যে, অস্ত্রোপচার সফল হয়েছে গীতশ্রীর। তবে শারীরিক সমস্যা কিছু রয়েছে। মূলত করোনার পরবর্তী জটিলতাই তাঁর শরীর নিতে পারেনি। এত নিয়ম মেনে জীবন কাটিয়েই শেষমেষ লড়াই হেরে গেলেন গীতশ্রী। এ অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
স্মৃতিচারণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে এত ভাল গান করতেন। আর এদিকে আমাকে বলতেন, মমতা একটা গান শোনাও না। আমি বলতাম, আপনি আমাকে বলছেন! আপনি নিজে সঙ্গীত বিশারদ। তাও গাইতে বলতেন। তাই আমাকে কতবার সন্ধ্যাদিকে গান গেয়ে শোনাতে হয়েছে।”
দীর্ঘ শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি,বাংলার সুরের রাণী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই। তাঁর প্রয়াণ আমাদের সঙ্গীত জগৎ ও তাঁর লক্ষ লক্ষ অনুরাগীর হৃদয়ে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল। আমি ওঁকে বড় দিদির মতো দেখতাম। এটা আমার কাছে ব্যক্তিগত ভাবে নিদারুণ ক্ষতি। উনি আমাদের সঙ্গীত অ্যাকাডেমির প্রাণ ছিলেন। বঙ্গবিভূষণ (২০১১), সঙ্গীত মহাসম্মানের (২০১২) মতো সম্মানে আমরা ওঁকে ভূষিত করেছি।’
Deeply saddened that Geetashree Sandhya Mukhopadhyay, the queen of melody in Bengal, is no more. Her departure creates an eternal void in our world of music and in the hearts of millions of her followers here and in the diaspora.(1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) February 15, 2022
মঙ্গলবার সকালে অ্যাপোলো হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। তাঁর রক্তচাপ অনেকটাই কমে গিয়েছে। পেটে ব্যথার মতো সমস্যাও রয়েছে বর্ষীয়ান গায়িকার।
সময় নষ্ট না করে তড়িঘড়ি আবারো আইসিইউতে ঢোকানো হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে। তাঁকে রাখা হয়েছিল ভেসোপ্রেসার রিপোর্টে। চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন বর্ষীয়ান গায়িকা। কিন্তু শেষরক্ষা করা যায়নি। আজ বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ রবীন্দ্র সদনে শায়িত থাকবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকলেই। তারপর কেওড়াতলা মহাশ্মশানে রাজ্যের তরফে সর্বোচ্চ সম্মান দিয়ে চিরবিদায় জানানো হবে গীতশ্রীকে।