নির্বাচনে হ্যাট্রিক করলেও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ঘূর্ণিঝড় ইয়াশ, ‘তৈরি আছি’- জানালেন মমতা ব্যানার্জি

বাংলাহান্ট ডেস্কঃ ২ রা মে নির্বাচনের ফল প্রকাশের পর তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। করোনা আবহে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কদিন পরই রাজ্য জুড়ে লকডাউন জারী করেছে সরকার। কিন্তু এই করোনা আবহের মধ্যেই ঘাড়ের উপ নিঃশ্বাস ফেলছে ঘূর্ণিঝড় ইয়াশ (Cyclone Yaas)।

গতবছরের আমফানের স্মৃতি এখনও উজ্জ্বল। এখনও বিভিন্ন জায়গায় আমফান পরবর্তী ধ্বংসাবশেষ হিসেবে পড়ে রয়েছে গাছ, কারো বা আবার দোকান বাড়িও। কিন্তু বিধ্বংসী আমফানের পুরাবৃত্তি আর কোনভাবেই চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সবরকম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। এমনকি রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে শনিবারই এক ট্যুইট করেন তিনি।

ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘যেসকল এলাকার উপর ঘূর্ণিঝড় ইয়াশ তাণ্ডব চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানকার জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার সমস্ত কর্মকর্তাদের সঙ্গে বিপর্যয় মোকাবিলার বৈঠক করা হয়েছে। ঘূর্ণিঝড় ও বন্যার আশ্রয় কেন্দ্রগুলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। ত্রাণ ও পুনর্বাসনের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়ে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চল থেকে মানুষকে সরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে’।

তিনি আরও লেখেন, ‘শনিবার থেকেই প্রশাসনিক স্তরে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ শুরু হয়ে গিয়েছে। খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। নম্বর-1070 এবং 033-22143526। মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিমকেও। মাঝ সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে মৎসজীবীদেরও’। জানা গিয়েছে নবান্নের পাশে উপান্নতে আগামী ২৫ শে এবং ২৬ শে মে সশরীরে উপস্থিত থেকে সবকিছু খতিয়ে দেখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

Narendra Modi is sitting in a meeting to deal with cyclone yaas

অন্যদিকে, ইয়াশের আগমনের পূর্বে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকারও। জরুরী ভিত্তিতে একটি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ আধিকারিকরা, টেলিকম, বিদ্যুত, যাত্রীবাহী বিমান পরিবহন ও ভূবিজ্ঞান মন্ত্রকের সচিবরাও উপস্থিত থাকবেন এই বৈঠকে। ঘূর্ণিঝড় ইয়াশ মোকাবিলার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটাই আলোচনার প্রধান বিষয়।


Smita Hari

সম্পর্কিত খবর