সইফের উপরে হামলায় চিন্তিত মমতা, ‘শর্মিলাদি’কে বিশেষ বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : মাঝরাতে দুষ্কৃতী হানায় গুরুতর জখম হলেন বলিউড অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গভীর রাতে অভিনেতার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। সইফকে (Saif Ali Khan) একাধিক বার ছুরির কোপ মেরে পালায় সে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সইফের (Saif Ali Khan) উপরে হামলায় বার্তা মমতার

এদিন একটি এক্স হ্যান্ডেলে সইফের (Saif Ali Khan) দ্রুত সুস্থতা কামনা করে একটি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানের উপরে হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। আমার বিশ্বাস আইন এই ঘটনায় দোষীদের যথাযোগ্য শাস্তি প্রদান করবে। এই কঠিন সময়ে শর্মিলা দি, করিনা কাপুর এবং তাঁদের সমগ্র পরিবারের প্রতি আমার আন্তরিক প্রার্থনা রইল’। পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনেও এ বিষয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata banerjee said this on saif ali khan attack case

কটাক্ষ শানিয়েছে বিরোধী দল: সাম্প্রতিক সময়ে বলিউড ইন্ডাস্ট্রির উপরে বারংবার হামলার ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মুম্বই নগরীতে। বিশেষত মরাঠি রাজনীতিতে ছড়িয়েছে চাঞ্চল্য। উল্লেখ্য, কিছুদিন আগেই সপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন সইফ আলি খান (Saif Ali Khan)। সেই প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ শানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

আরো পড়ুন : সিরিয়ালের সেটে প্রেম, বিবাহিত নায়ককে মন দিলেন নায়িকা, ভাঙনের মুখে অভিনেতার সংসার!

উদ্বিগ্ন রাজনৈতিক জগৎ: তাঁর দাবি, মহারাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। অধিকাংশ পুলিশ শাসক মহায়ুতি জোটের বিধায়ক নেতৃত্বদের নিরাপত্তায় ব্যস্ত। সাধারণ মানুষের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে শরদ পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলেও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। করিশমা কাপুরের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। কাপুর পরিবারের বিশেষ ঘনিষ্ঠ তিনি।

আরো পড়ুন : নিজের বাড়িতেই ছুরির কোপ সইফকে! গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বলিউডের নবাব

লীলাবতী হাসপাতালে হয়েছে সইফের (Saif Ali Khan) অস্ত্রোপচার। একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে তাঁর জন্য। হাসপাতাল সূত্রে খবর, একাধিক ক্ষত ছিল অভিনেতার শরীরে। তবে প্রশ্ন উঠছে, আদৌ ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতী হানা দিয়েছিল, নাকি নেপথ্যে রয়েছে আরো বড় কোনো চক্রান্ত? বান্দ্রা পুলিশের সঙ্গে এই ঘটনায় তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর