‘লোভ করবেন না, নিয়ে থাকলে ফিরিয়ে দিন”, তৃণমূল কর্মীদের স্বচ্ছ হওয়ার বার্তা মমতার

বাংলা হান্ট ডেস্ক : ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হতাশাজনক ফলাফল তৃণমূলের। টনক নড়ে তৃণমূল সুপ্রিমোর। নেতাজি ইনডোর থেকে দলীয় নেতা কর্মীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘কেউ কাটমানি নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন।’ সেই একই দৃশ্য আবারও দেখা যাচ্ছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে গোটা রাজ্যে যখন ‘দিদির দূতদের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ, তখন মুর্শিদাবাদের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সেই একই আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কর্মীদের উদ্দেশে তিনি বললেন, ‘কারও কাছ থেকে যদি প্রাপ্তি নিয়ে থাকেন তাহলে ফেরত দিয়ে দিন। তাতে সকলের অনেক ভাল হবে। মানুষ আপনাকে ভুল বুঝবে না। মানুষের কাছে বারবার ক্ষমা চাইলে মানুষ কিন্তু ক্ষমা করবে।’ মমতা এদিন সরকারি অনুষ্ঠান থেকে দলের উদ্দেশে বার্তা দিতে চান। তাঁর কথায়, ‘লোভ করবেন না। একজন-দু’জন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করেও থাকেন অবশ্যই ক্ষমা চেয়ে নিন।’

mamata

এরপরই বিজেপির এক মুখপাত্র তোপ দেগে বলেম, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চাপে স্বীকার করে নিতে বাধ্য হলেন তাঁর দলের নেতাদের প্রাপ্তি যোগ লেগেছিল। কিন্তু মানুষ আর ক্ষমা করবে না তাদের। কারণ তাঁরা চোখের সামনে দেখছেন, কীভাবে তৃণমূলের নেতাদের সম্পত্তি বেড়েছে, কীভাবে আঙুল ফুলে কলা গাছ হয়েছে।’

আবাস যোজনা-সহ বিভিন্ন ক্ষেত্রে যখন নিচুতলার তৃণমূল নেতাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা তখন মমতার এই ক্ষমা চাওয়ার পরামর্শ বেশ উল্লেখযোগ্য বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আবাস যোজনা নিয়ে গুচ্ছগুচ্ছ অভিযোগ উঠেছে। তারপরই পরিস্থিতি সামাল এমন মন্তব্য করলেন মমতা।

Sudipto

সম্পর্কিত খবর