‘রাজ্যে লাগু হবে না ওয়াকফ আইন’, আশ্বাস দিয়ে ‘দাঙ্গা’ না লাগানোর আবেদন মমতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বারেবারে অশান্ত হয়ে উঠছে বাংলার একাধিক এলাকা। খাস কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় অশান্তির খবর ভেসে আসছে। কিছুদিন আগেই ওয়াকফ নিয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আশ্বাস দিয়ে বলেছিলেন, ‘দিদি’ থাকতে সম্পত্তি বেহাত হবে না। এবার ফের সরাসরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। বাংলায় ওয়াকফ সংশোধনী আইন ‘লাগু হবে না’ জানিয়ে দিয়ে অশান্তি নিয়েও মুখ খুলেছেন তিনি।

ওয়াকফ আইন নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)

শনিবার এক্স হ্যান্ডেলে ওয়াকফ আইন নিয়ে একটি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লিখেছেন, ‘সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।’

দাঙ্গা না করার আবেদন মুখ্যমন্ত্রীর: এরপরেই ওয়াকফ আইন নিয়ে অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লিখেছেন, ‘আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের? আরো মনে রাখবেন, দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন – এই আমার আবেদন।’

 আরো পড়ুন : মোদীর সফরের আগে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা! খতম ৩ সন্ত্রাসবাদী, শহিদ ১ জওয়ান

উসকানিতে কান না দেওয়ার আর্জি: উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তার আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম মুখ খোলেন ওয়াকফ আইন এবং এর বিরোধিতায় প্রতিবাদ নিয়ে। গুজবে কান না দেওয়ার আর্জি জানিয়ে তাঁরা বলেছেন, যারা উসকানি দিচ্ছেন, তাদের চিহ্নিত করে গ্রেফতার করার কাজ শুরু হয়ে গিয়েছে।

আরো পড়ুন : পরপর ভূমিকম্প, ফের কাঁপল পাকিস্তানের মাটি! কম্পন অনুভূত কাশ্মীরেও, ঘনিয়ে আসছে বড় বিপদ?

শনিবার বিধানসভায় মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘তৃণমূল না থাকলে ওয়াকফ আইন কার্যকর হয়ে যাবে’। মুখ্যমন্ত্রী যখন বলেছেন, ওয়াকফ আইন এ রাজ্যে কার্যকর হবে না, তখন প্রতিবাদ করে কী লাভ? প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ শানিয়ে মেয়র বলেন, বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। বিজেপির উসকানিতেই এখানে লাফালাফি হচ্ছে। মিরজাফর তখনও ছিল আর এখনও আছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X