বাংলাহান্ট ডেস্কঃ কখনও কবিতা, কখনও আবার রং তুলি দিয়ে ছবি- এবার সরাসরি গান গাইলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। করোনা মহামারির মধ্যেও রাজ্যবাসির সুরক্ষার্থে চালু করেছেন বিভিন্ন রকম নিয়ম বিধি। কখনও আবার নিজেই দাঁড়িয়েছেন অসুস্থ রোগীর পাশে। নিজেই ঝাঁপিয়ে পড়ে হাসপাতালে পাঠিয়েছেন প্রতিবেশি অসুস্থ রোগীকে।
মুখ্যমন্ত্রীর কবিতা এবং ছবি
প্রথম থেকেই বাংলার মানুষজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা আবার কখনও আঁকা ছবি দেখেছেন। তাঁর কবিতায় শব্দেরা প্রাণ ফিরে পায়, সেইসঙ্গে থাকে প্রতিবাদী সত্ত্বাও। সেরকমই মুখ্যমন্ত্রীর তুলির টনে জীবন্ত হয়ে ওঠে রং তুলির ক্যানভাস। প্রায় প্রতি বছরই পুজোর সময় সুরুচি সঙ্ঘের থিম সং তিনি নিজেই লেখেন এবং সুরও দেন।
গান গাইলেন মুখ্যমন্ত্রী
এবার আর গান, কবিতা লেখার মধ্যে সীমাবদ্ধ থাকলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার শুভ লগ্নে তিনি নিজেই গাইলেন ‘জাগো তুমি জাগো জাগো দুর্গা’। নিজেই গান গেয়ে, সেই গান মহালয়ার দিন নিজের ফেসবুক পেজ থেকে শেয়ারও করলেন মুখ্যমন্ত্রী। প্রকাশিত হওয়ার সাথে সাথেই এই গান মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। তবে এটি প্রথমবার নয়, ২০১৯ সালে লোকসভা ভোট গণনার আগের দিন সিন্থেসাইজারে সুর তুলেছিলেন ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো আরো আরো দাও প্রাণ…’।
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/324459978834124
সেজে উঠছে বাঙালী
অন্যান্য বছরের থেকে এবছর সবদিক থেকেই আলাদা। বছরের শুরু থেকেই নানারকম সমস্যার মধ্যে দিয়ে শুরু হয়ে, বর্তমানে করোনা আতঙ্কে ভুগছে সমগ্র দেশবাসী। বিগত বেশ কয়েক মাস ধরে করোনা ভাইরাস গোটা বিশ্বকে গ্রাস করে নিয়েছে। এই সংকটের পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, মেলামেশা, পুজো পার্বণ অনাড়ম্বরে সাড়লেও, দূর্গা পুজোয় মত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথাতেই এই সংশয়ের দিনেও নতুন করে প্রাণ ফিরে পেয়েছে উৎসব প্রিয় বাঙালী। করোনা বিধি নিষেধ মেনেই প্রস্তুতি নিচ্ছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজোর জন্যে।