বাংলাহান্ট ডেস্কঃ ২০১৮ সালের পুরনো ঘটনা আবারও প্রকাশ্যে এনে FIR দায়ের হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে। কাঁথি থানায় নতুন করে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের নামে অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারীর মৃত নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর (Suvabrata Chakraborty) স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। আর এই ঘটনায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ইন্ধন আছে বলে সাংবাদিকদের কাছে দাবি করলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ২ বছর ৮ মাস পর তাঁর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী তাঁর স্বামীর খুনের রহস্য উদ্ঘাটনের জন্য আবারও পুলিশের দারস্থ হয়েছেন। তবে তাঁর অভিযোগের তীর রয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীরর দিকেই। কাঁথি থানায় অভিযোগ জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘কেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছিল? নিরাপত্তারক্ষী থাকাকালীন কিভাবে গুলি বিদ্ধ হলেন আমার স্বামী?’
প্রায় ৩ বছর আগের ঘটনা আবারও নতুন করে প্রকাশ্যে আসায় মুখ্যমন্ত্রীকেই টার্গেট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এই বিষয়ে আগেই একবার এফআইআর করে ফাইনাল চার্জশিট করা হয়ে গেছে। আবারও ২ বছর ৮ মাস পর কলকাতার নির্দেশে নতুন করে এফআইআর করা হয়েছে। কারণ, নির্বাচনে ওই পরিবারে তৃণমূলের বিধায়ক জিতে গিয়েছেন। আমাকে এভাবে ভয় দেখিয়ে কোন লাভ নেই। ২ রা মে’র পর থেকে লোকসান নয়, যাই করবেন তাতে আমার উপকার হবে’।
নন্দীগ্রামে নিজের হারটা মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী, এমনটা দাবি করে শুভেন্দু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি বলুন না, নন্দীগ্রামে তাঁকে হারিয়ে দেওয়ার কারণে আমাকে ৩ বা ৬ মাস জেলে থাকতে হবে। উনি যেদিন এটা বলবেন, পরদিনই ওনার ইচ্ছেকে মর্যাদা দিয়ে, নির্দেশ মেনে আমি জেলে চলে যাব। উনি বয়সে তো আমার থেকে বড় হন’।