বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা (SSC Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একদিকে মামলার শুনানি চলছে, সুপ্রিম কোর্টে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, বাংলায় ১০ লক্ষ চাকরি রেডি আছে। একদিকে যখন চাকরি বাতিল নিয়ে সরগরম বাংলা, তখন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা।
মঙ্গলবার পুরুলিয়ায় নির্বাচনী সভা করেন তৃণমূল (TMC) নেত্রী। সেখানে দাঁড়িয়ে ফের একবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল নিয়ে বিজেপিকে (BJP) নিশানা করেন তিনি। মমতা বলেন, ‘ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক-শিক্ষিকাদের চাকরি চলে গেল। আর ভোটের আগে কিনা বলছে, ‘হাম ভি কৌশিশ করেগা’। ক্যায়া করেগা? তুমিই দিয়ে সিবিআইকে দিয়ে রিপোর্ট করিয়েছে যে ছেলেমেয়েগুলো যোগ্য, তাঁদেরও চাকরি খেয়েছ’।
এরপরেই ১০ লক্ষ চাকরি তৈরি আছে বলে জানান মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমার ১০ লক্ষ চাকরি তৈরি আছে। শুধু বিজেপি এবং সিপিএমের লোকেরা আদালতে চলে যাচ্ছে। আর একটা করে মামলা ঠুকে দিচ্ছে। ওটা মামলা করলেই হাই কোর্টে সেটা দিয়ে দিচ্ছে’।
এরপর সরাসরি বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘আমাদের সময় জেল, আর ওদের সময় বেল। এই করে করেই মোদী বিজেপিকে করছে সেল। এই রকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য ফের নতুন করে লড়াই লড়তে হবে’।
বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি আজকের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও টার্গেট করেন মুখ্যমন্ত্রী। সভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে? কৃষ্ণ ভাতার ১০ হাজার টাকা পাচ্ছেন? শিক্ষাশ্রী, মেধাশ্রী পাচ্ছেন? সবুজ সাথীর সাইকেল পাচ্ছেন? প্রত্যেকে কিছু না কিছু তো পাচ্ছেন। এখন মোদীবাবু আবার বলছেন, ফ্রি-তে গ্যাস দিচ্ছেন। দিয়েছেন? নাকি গ্যাস বেলুন দিয়েছেন?’
অন্যদিকে এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে ‘মাথা ব্যথা’র কথা বলে মধ্যশিক্ষা পর্ষদ। চাকরি বাতিলের পরিস্থিতি সম্বন্ধে বোঝাতে গিয়ে পর্ষদের তরফ থেকে বলা হয়, ‘যদি মাথা ব্যথা হয়, তাহলে মাথা কেটে বাদ দিয়ে দেওয়া হয় না’।