তৃণমূলকে ‘চোর’ বলে ছাড় পাবে না! ‘এবার ধরব…’, চরম পদক্ষেপের হুঁশিয়ারি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহে ক্রমেই চড়ছে আক্রমণের পারদ। রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা অব্যাহত। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। এমতাবস্থায় বিরোধীরা একাধিকবার তৃণমূল কংগ্রেসকে (TMC) ‘চোর’ বলে আক্রমণ শানিয়েছে। তবে এবার আর তা বরদাস্ত করা হবে না, স্পষ্ট জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোমবার শ্রীরামপুরের (Serampore) জোড়াফুল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে সভা করেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো। সেই সভায় কল্যাণের জন্য ভোটের আর্জি জানানোর পাশাপাশি বিরোধী দলগুলিতে একহাত নেন মমতা। জোড়াফুল শিবিরকে ‘চোর’ বলে আক্রমণ শানালে এবার যে ‘ফল’ ভালো হবে না, কার্যত সেই বার্তাই দেন তিনি।

মমতা বলেন, ‘রোজ বলছে তৃণমূল কংগ্রেস চোর। কোথায় চুরি করেছে? প্রমাণ কোথায় আছে? হাওয়া তুলে দিলেই হল! আমি মানহানির মামলা করতে যাচ্ছি। প্রত্যেকদিন সংবাদমাধ্যমে উল্টোপাল্টা কথা বলা! আমি নিজে এবার মামলা করতে যাচ্ছি’।

আরও পড়ুনঃ পদ থেকে সরানো হচ্ছে রাজ্যেপালকে? যৌন হেনস্থার অভিযোগের পরই রাষ্ট্রপতির কাছে গেল চিঠি

এখানেই না থেমে এরপর ‘আঁটোসাঁটো’ করে ধরার হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি আর এবার ছাড়ার পাত্রী নই। আমি এবার ধরব, একেবারে ভালো করে আঁটোসাঁটপ করে ধরব। আপনার নামে কোনও তথ্য নেই, প্রমাণ নেই। চোর বানিয়ে দেব! জীবনে কারোর থেকে একটা চা খাইনি’।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষের জন্য যতখানি সম্ভব, ততখানি করার চেষ্টা করেন তিনি। এই জন্য অবশ্য কোনও কৃতিত্ব চাননি তিনি। বরং মমতা বলেন, এটা হল আমাদের কর্তব্য। এটাও আপনাদেরই কৃতিত্ব যে আপনারা আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছেন।

Why is Racahna nominated for Hooghly? Mamata Banerjee said.

শ্রীরামপুরের সভায় দাঁড়িয়ে মমতা বলেন, কথা না রাখার থেকে মৃত্যু ভালো। এরপর দলীয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চাইতে দেখা যায় তাঁকে। শ্রীরামপুর কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে তাঁরই প্রাক্তন জামাই কবীর শঙ্কর বোসকে। অন্যদিকে বামেদের তুরুপের তাস যুব নেত্রী দীপ্সিতা ধর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর