সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্ট যাচ্ছে রাজ্য সরকার! RG Kar কাণ্ডের বিচারে ক্ষুব্ধ মমতা 

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এই রায় সামনে আসার পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। গতকাল বিকেলে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করার সময় বিচারক জানিয়েছিলেন এই ঘটনাকে তিনি ‘বিরলের মধ্যে বিরলতম’ মনে করছেন না। এই কারণেই এই মামলায় ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

কী বললেন মমতা (Mamata Banerjee)?

গতকাল জেলা সফর থেকেই এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরেই নিজের এক্স হান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘এই ধরনের জঘন্য ঘটনায় দোষী সাব্যস্তর মৃত্যুদণ্ড হওয়া উচিত’। তাই এবার সেই দাবি নিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যাবে।

গত বছরের ৯ আগস্ট তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুম থেকে। ওই ঘটনার তিনদিন পর তিলোত্তমার বাড়ি গিয়ে তাঁর পরিবারের সাথে দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেই সাথে তাঁদের পাশে থাকার বিষয়েও আশ্বস্ত করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই সময় মমতা জানিয়েছিলেন এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসি’ হওয়া উচিত। ঘটনার ১৬৪ দিনের মাথায় তিলোত্তমা কান্ডে রায় ঘোষণা করেছে শিয়ালদা আদালত। আরজি কর মামলায় শিয়ালদহ আদালতের সেই বিচার শুনে আশাহত হয়েছেন তিনি।

তারপরেই ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লিখেছেন,’আর জি করের জুনিয়র ডাক্তারকে ধর্ষণ-খুনের মামলায় আজ আদালতে বলা হল এটা, ‘বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। আমি সত্যিই অবাক হয়েছি। আমার যেটুকু ধারণা এটা বিরলের মধ্য়ে বিরলতম ঘটনা। যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কীভাবে বলা হল এটা বিরলের মধ্য়ে বিরলতম ঘটনা নয়? এই সংবেদনশীল মামলায় আমরা মৃত্য়ুদণ্ডের জন্য আবেদন করব।’

আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসি না হওয়ায় আশাহত মমতা! বললেন ‘এই নরপিশাচকে …’

আরজি কর কাণ্ডের পর মাঝে কেটে গিয়েছে ৫ মাস। এই সময়ের মধ্যে রাজ্যজুড়ে ঘটে গিয়েছে আরও একাধিক ধর্ষণ কাণ্ড। সেই রেশ ধরেই মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ‘সম্প্রতি গত তিন চার মাসে আমরা ক্য়াপিটাল অথবা সবথেকে বেশি শাস্তি নিশ্চিত করতে পেরেছি। তাহলে এই মামলায় কেন নয়?’একইসাথে তিনি জানিয়েছেন,’আমি দৃঢ়তার সঙ্গে অনুভব করছি এরকম নৃশংস ঘটনায় মৃত্যুদণ্ড দরকার। দোষীর মৃত্যুদণ্ডের জন্য় আমরা হাইকোর্টে আবেদন করব।

তবে নির্যাতিতার পরিবারের প্রশ্ন ‘আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়ের মৃত্যুদণ্ডের জন্য় হঠাৎ কেন এত উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার? এইভাবেই কি আসলে বাকিদের আড়াল করা হচ্ছে? গতকাল শিয়ালদা আদালতের রায় শুনে খুশি নন অনেকেই। অনেকে আবার কিছুটা বিভ্রান্তও হয়ে গিয়েছেন। এই ঘটনায় আর কারা জড়িত? এখন সেটাই সামনে আনার দাবি তুলছেন সকলে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর