বাংলা হান্ট ডেস্কঃ একদিকে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) সংক্রান্ত দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি (ED), অপরদিকে এই সংক্রান্ত ঘটনায় ক্রমশ মুখ্যমন্ত্রীর যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করে চলেছে বিরোধী দলগুলি। আর এর মাঝে এদিন নজরুল মঞ্চ থেকে বিরোধীদের বিরুদ্ধে রনংদেহী মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে ‘রোজগারের উৎস’ সম্পর্কেও মন্তব্য প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কদর্য আক্রমণ করতে থাকে বিরোধী দলগুলি। উল্লেখ্য, সম্প্রীতি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা পাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলায়। এরপরেই শুভেন্দু অধিকারী দ্বারা একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে দুর্গাপুজোর উদ্বোধনে অর্পিতার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের একটি দৃশ্য সকলের সামনে উঠে আসে।
বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে কাঁদা ছিটানোর চেষ্টা করে চলেছে বিরোধী দলগুলি। এদিন সেই প্রসঙ্গকে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “কারোর পয়সায় আমি খাই না। যখন রেলমন্ত্রী ছিলাম, তখন নিজের পয়সাতেই চা খেয়েছি। এখনও তাই করি।”
এতদিনের রাজনৈতিক জীবনে প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন নেওয়া তো দূরের কথা, মুখ্যমন্ত্রীর বেতন পর্যন্ত নেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমি খেটে রোজগার করি। বই লেখা থেকে শুরু করে গানের সুর দেওয়া, যদিও অনেকের এ সকল পছন্দ হয় না। তবে এখান থেকে যে রয়্যালটি পাই, তাতেই চলে যায়।”
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি ভোগ করার জন্য রাজনীতি করিনি। আমার মনে হয় ত্যাগের রাজনীতি করা উচিত। রাজনীতি মানেই ত্যাগ, তবে সবাই সমান নয়। আমি একটা কথা বলতে পারি যে, দুর্নীতিকে জীবনে কখনো আমি সাপোর্ট করিনি আর করবোও না।”