ভারতের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার থেকেও শোচনীয়! বড় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ দেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এদিন বগটুই কাণ্ডে নিহতদের পরিবারকে চাকরির নিয়োগপত্রও তুলে দিলেন। ভার্চুয়াল এই সভায় নিয়োগপত্র তুলে দেওয়ার পরই তিনি একাধিক বিষয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন।

শ্রীলঙ্কার অর্থনীতি এর সাথে ভারতের তুলনা না করলেও তিনি বলেন যে, “শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট চলছে। সেখানকার মানুষ অর্থনৈতিক সংকটের ফলে কিভাবে আন্দোলনে নেমে পড়েছে তা দেখছে গোটা বিশ্ব। তবে আমাদের দেশের অর্থনীতি অবস্থা খুব একটা ভালো নয়। কেন্দ্র সরকার দিনের পর দিন পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে চলেছে। রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া। অনেক রাজ্যে জিএসটি এসে পৌঁছাচ্ছে না। সাধারণ মানুষ দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে সমস্যায় পড়ছেন। এসকল কথা বলার পর তিনি বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন যে, সরকারের উচিত অর্থনৈতিক দিকটি ভালো করে বিবেচনা করে দেখা।

এদিকে, দেশের অর্থনীতির করুণ অবস্থা নিয়ে মমতার মন্তব্যের সমালোচনা করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “আলোচনা করে দেখা উচিত বাংলায় এখন কীরকম আর্থিক সঙ্কট চলছে। রাজ্য সরকার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কমিয়ে দিয়েছে। দিদির অনুদানের রাজনীতি করার ফলে রাজ্যের হাল খারাপ হয়েছে। রাজ্যের কর্মচারীরা এখন ডিএ পাচ্ছেন না। আর উনি এসব কথা বলছেন।”

এছাড়াও বগটুই কাণ্ড, আলিয়া বিশ্ববিদ্যালয় বিতর্ক নিয়ে এদিন মুখ খুললেন মুখ্যমন্ত্রী। আলিয়া বিশ্ববিদ্যালয় বিতর্ক মাঝে তিনি এদিন মন্তব্য করেন যে, এই কাণ্ডে অভিযুক্ত ছাত্রনেতাকে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিশ্বভারতী কাণ্ডে কজন গ্রেপ্তার হয়েছে সে বিষয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।


Sayan Das

সম্পর্কিত খবর